রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৬:০২:৫৭

শেষ পর্যন্ত কে হচ্ছেন কেকেআরের ‘বাংলাদেশি ছেলে’?

শেষ পর্যন্ত কে হচ্ছেন কেকেআরের ‘বাংলাদেশি ছেলে’?

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত কে হচ্ছেন কেকেআরের ‘বাংলাদেশি ছেলে’? কলকাতা নাইট রাইডার্স বা সংক্ষেপে কেকেআর। আইপিএলের এই দলটির সাথে বাংলাদেশিদের যোগসূত্র রয়েছে। এই দলের হয়েই প্রথম আইপিএলে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সানরাইজার্স হায়দরাবাদে নাম লেখানোর আগে সাকিব তো হয়ে উঠেছিলেন কেকেআরের ঘরের ছেলে। তাছাড়া একই ভাষাভাষীর এলাকার প্রতিনিধিত্বকারী দল বলে কলকাতা নাইট রাইডার্সের প্রতি এদেশের মানুষের অন্যরকম ভালোলাগা কাজ করে।

গত আসরে কলকাতায় ছিলেন না কোনো বাংলাদেশি। বাংলাদেশের সমর্থনের জোয়ার যে কত বিশাল বিশাল ঢেউ হয়ে আছড়ে পড়তে পারতো, সেটি সম্ভবত বেশ ভালোই টের পেয়েছে দলটি। এবার তাই আইপিএলের নিলামের আগেই এক বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে যাচ্ছে বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন দলটির ফ্র্যাঞ্চাইজি।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দেওয়া হয় বাংলাদেশি এক ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্তর ব্যাপারে। বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্য করে ঐ পোস্টে সম্ভাব্য ক্রিকেটারের নাম অনুমান করতে বলা হয়।

সেখানে জমা পড়েছে হাজার হাজার মন্তব্য। বেশিরভাগ মন্তব্যই পড়েছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। এই দুই ক্রিকেটার এবার আইপিএলের নিলামে ডাক পেয়েছেন। অনেকে আবার নিলামের বাইরে গিয়ে তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাসের নামও উল্লেখ করেছেন কলকাতার জার্সিতে ১২তম আইপিএল মাতাতে যাওয়া ক্রিকেটার হিসেবে।

শেষ পর্যন্ত কে হবেন কলকাতার ‘বাংলাদেশি ছেলে’? সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে দলটির আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত!

এর আগে ২০১১ সাল থেকে ২০১৭ টানা সাত মৌসুম কেকেআরের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। কেকেআরের হয়ে টোটাল ৪৯ ম্যাচ খেলেন সাকিব। ব্যাট হাতে ২২.১১ গড়ে করেন ৫৪৩ রান। বল হাতে উইকেট নিয়েছেন ৪৪টি। ২০১৮ সালে কেকেআর ছেরে দিলে সানরাইজার্স হায়দার্বাদ সাকিবকে তাদের দলে ভেড়ায়।

মাশরাফি বিন মুর্তজা বারবারই বলেছেন ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত অন্তত খেলাটা চালিয়ে যেতে চান। ২০১৯ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেই কি মাশরাফি বিন মুর্তজা তার ক্যারিয়ারের ইতি টানবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে এ নিয়ে চলছে নানান…

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে