রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫৮:০১

বাংলাদেশ দলকে সতর্ক থাকার পরামর্শ দিলেন কোচ স্টিভ রোডস

  বাংলাদেশ দলকে সতর্ক থাকার পরামর্শ দিলেন কোচ স্টিভ রোডস

স্পোর্টস ডেস্ক: সদ্যই উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। টেস্টের মত ওয়ানডেতেও উইন্ডিজদের হারিয়েছে টাইগাররা। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে উইন্ডিজদের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

আগামীকাল দুপুর সাড়ে বারোটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে উইন্ডিজরা। তবে সর্বশেষ টি-টোয়েন্টি দেখাতে উইন্ডিজদের হারিয়েছে টাইগাররা।

কিন্তু আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল এগিয়ে থাকবে এমনটি ভাবতে নারাজ বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ভয়ঙ্কর দল হওয়ায় বাংলাদেশ দলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রোডস বলেন, ‘আমরা ওয়ানডে, টেস্ট সিরিজ জিতেছি ঠিক আছে। তবে আমাদের মনে রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা নিজেদের সেরাটা দিতে উন্মুখ হয়ে আছি। আমরা তেড়েফুঁড়ে জয়ের জন্য চেষ্টা করবো। তারা এই ফরম্যাটে অনেক বড় দল। আমরা জিততে চাই। জিততে পারলে অনেক বড় একটা প্রাপ্তি হবে।’

তিনি আরো বলেন, ‘আমি যখন প্রথম এলাম তখন দলের খেলোয়াড়দের পাওয়ার হিটিং ও শারীরিক শক্তিতে ঘাটতি লক্ষ্য করেছিলাম। আমাদের দলের খেলোয়াড়রা ক্যারিবীয়দের মতো শক্ত-সামর্থ্য নয়। তবে আশার কথা হলো এই দলে বেশ কয়েকজন আছে যারা বড় শট খেলতে পারে। আশা করি তারা নিজেদের সেরাটা মাঠে দিতে পারবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে