রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ১১:১১:১১

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশর চূড়ান্ত একাদশ, বাদ পড়লেন ৩ জন

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশর চূড়ান্ত একাদশ, বাদ পড়লেন ৩ জন

স্পোর্টস ডেস্ক: ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। এদিকে ১৪ সদস্যের এই দলে তেমন কোন চমক নেই। সেই দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ। এদিকে সাকিব আল হাসানের নেতৃত্বে ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন।

এদিকে আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে জানিয়েছেন, দল চূড়ান্ত। আমরা একাদশ সাজিয়ে ফেলেছি। দলে নেই রুবেল, নাজমুল অপু ও মিঠুন। আমরা দলে অলরাউন্ডার বেশি রাখার চেষ্টা করেছি। তাতে ব্যাটিং ও বোলিংয়ে অপশন বেশি থাকবে। প্রয়োজন মত কাজেও লাগানো যাবে। তাই তো সাকিব ও মিরাজের সাথে সাইফউদ্দিন আর আরিফুলকে রাখা।’

তার মানে ওয়ানডের মত উদ্বোধনী জুটিতে তামিম-লিটনই। তারপর সৌম্য সরকার, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ ও আরিফুল। এদের সাথে অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ এবং তিন পেসার মোস্তাফিজ, রনি আর সাইফউদ্দিন।

এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে আগামীকাল সোমবার ১৭ ডিসেম্বর সিলেটে। আগামীকাল বিকেল পাঁচটার পরিবর্তে ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের চূড়ান্ত একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আরিফুল , সাইফউদ্দিন, রনি, মোস্তাফিজুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে