সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩৯:২৯

টস ছাড়া অন্য সব কিছুই আজ ভুল হয়েছে: সাকিব

 টস ছাড়া অন্য সব কিছুই আজ ভুল হয়েছে: সাকিব

স্পোর্টস ডেস্ক: আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ-উইন্ডিজ। টসে জিতে ব্যাটিং করতে নেমে মাত্র ১২৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।

জবাবে ব্যাট করতে নেমে ১০.৫ ওভারেই জয় তুলে নেয় উইন্ডিজরা। বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজরা।

ম্যাচ হেরে সাকিব বলেন, ‘টস ছাড়া অন্য সব কিছুই আজ ভুল হয়েছে। আমরা ভাল ব্যাটিং এবং ভাল বোলিং করতে পারে নি। আমাদের কমপক্ষে ১৭৫ রান করা উচিত ছিল। অন্য ব্যাটসম্যানদের জিজ্ঞাসা করতে হবে কেন তারা ভাল ব্যাট করতে পারেনি। আমি সবার হয়ে উত্তর দিতে পারছি না। কিছুই আজ কাজ করে নি। যাই হোক না কেন, এটা ক্লিক না। এই খেলা থেকে অনেক শেখার আছে।’

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আরিফুল হক, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ : এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরন, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, কেমো পল, শেলডন কোটরেল, ওশেন থমাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে