সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৯:১০:৩৭

'গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখানে আগে ব্যাটিং কেনো করলো বুঝলাম না'

 'গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখানে আগে ব্যাটিং কেনো করলো বুঝলাম না'

স্পোর্টস ডেস্ক: আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ-উইন্ডিজ। সেই ম্যাচে উইন্ডিজদে কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। বাংলাদেশ দলের এমন হারে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তার মতে, যেহেতু উইকেট মন্থর ছিলো না, সেহেতু টস জিতে উইন্ডিজদের ব্যাটিংয়ে পাঠানো উচিৎ ছিল। কিন্তু টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। আর এই ম্যাচে টসে জিতে বাংলাদেশের ব্যাটিংয়ে নামাটা ভুল বলা যেত না যদি সেটা পরিকল্পনা মাফিক হতো এবং বাংলাদেশ কমপক্ষে ১৬০ রান তুলতে পারতো।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাদের উড়িয়ে দিয়েছে। ব্যাটিং করেছে একদমই পরিকল্পনা ছাড়া। গায়ের জোরে শটস খেললে তো আর হবে না। খেলতে হবে পরিকল্পানা মাফিক। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখানে আগে ব্যাটিং কেনো করলো বুঝলাম না। যেহেতু উইকেট মন্থর ছিলো না এবং এখানে আমরা শেষ ওয়ানডেতে রান তাড়া করে জিতেছি তাই শেষে ব্যাটিং করতে পারতো। তারপরেও এই দলের সঙ্গে যদি ১৬০ রান করা যায় তাহলে তো জেতা যাবে না।’

তিনি আরো বলেন, ‘ওরা আমাদের সব বিভাগেই উড়িয়ে দিয়েছে। ব্যাট তো ভাল হয়ই নি, বোলিং ও ভাল হয়নি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে