সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ১১:১৪:১৯

লঙ্কানদের টেস্ট ব্যাটিং শিখিয়ে ল্যাথামের বিশ্বরেকর্ড!

লঙ্কানদের টেস্ট ব্যাটিং শিখিয়ে ল্যাথামের বিশ্বরেকর্ড!

স্পোর্টস ডেস্ক: লঙ্কানদের টেস্ট ব্যাটিং শিখিয়ে ল্যাথামের বিশ্বরেকর্ড! ওয়েলিংটন টেস্টে টম ল্যাথাম দেখালেন টেস্ট ব্যাটিং কাকে বলে। প্রথম ইনিংস শুরু করতে নেমে একেবারে শেষ পর্যন্ত ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটসম্যান। এর সঙ্গে সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককে ছাড়িয়ে নাম লিখিয়েছেন বিশ্বরেকর্ডের তালিকায়। 'ক্যারিং ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস' এ সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড এখন ল্যাথামের দখলে।

ইনিংস শুরু করতে নেমে ৪৮৯ বলে ২১ চার এবং ২১ ছক্কায় ২৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ল্যাথাম। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে টেস্ট ইতিহাসের সপ্তম ডাবল সেঞ্চুরি এটি। এমন ব্যাটিংয়ে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি ক্রিকেট বিশ্ব দেখে ১৯৩৮ সালে। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার বিল ব্রাউন করেছিলেন অপরাজিত ২০৬ রান। ১৯৫০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওভালে ইংল্যান্ডের লেন হাটনের ব্যাট থেকে আসে আদ্যন্ত ব্যাটিংয়ে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি (২০২*)।

ব্রাউনের সর্বোচ্চ রানের রেকর্ড ১৯৭২ সালে নিজের করে নেন নিউজিল্যান্ডের ডানহাতি ওপেনার গ্লেন টার্নার। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আদ্যন্ত ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার ডানহাতি ব্যাটসম্যান মারভান আতাপাত্তু (২১৬*)। ২০০৮ সালে ভারতের বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলেন অপরাজিত ২০১ রানের ইনিংস। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে অপরাজিত ২৪৪ রানের ইনিংসে টার্নারের রেকর্ড নিজের করে নেন অ্যালেস্টার কুক। আজ তাকে ছাড়িয়ে গেলেন ল্যাথাম।

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ২৮২ রানে অল-আউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে ল্যাথামের ডাবল সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরিতে ভর করে ৫৭৮ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ৯১ রানে আউট হন। ২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২০ রান। ম্যাচের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা সহজেই অনুমেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে