মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, ০১:১০:৪৫

নেইমারের সমালোচনায় পেলে, 'নাটক' না করার উপদেশ

নেইমারের সমালোচনায় পেলে, 'নাটক' না করার উপদেশ

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আলোচনার থেকে সমালোচনারই বেশি জন্ম দিয়েছেন। তার খেলোয়াড়ী রণকৌশল দিন দিন নাটুকে স্বভাবে পরিণত হচ্ছে। আর তাতেই নেইমারের ওপর চোটেছেন স্বদেশী কিংবদন্তি পেলে।

এক সাক্ষাৎকারে পেলে বলেন, ‘আমি সবসময় বলেছি নেইমার একজন গ্রেট খেলোয়াড় হবে। তবে সাম্প্রতিক সময়ে কী ঘটছে? সে নিজেকে অন্য পথে পরিচালিত করছে, গোল করে নয় বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা, মাঠে ফাউলের ভান করছে, রেফারির সঙ্গে লাইভে বাকবিতাণ্ডায় জড়িয়ে পড়ছে। এর ফলে তার ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

ব্রাজিল দলের পাশাপাশি দু’জনেই দেশের শীর্ষ ক্লাব সান্তোসের হয়ে খেলেছেন। ক্লাবটির হয়ে দু’জন সফলও হয়েছেন। 
সেলেকাওদের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে আরও বলেন, ‘আমরা এক সঙ্গে বসে এই ব্যাপারে বহুবার আলোচনা করেছি। সে বিশ্বের সেরা একজন খেলোয়াড়। একজন বাবা সমালোচনা করে না, সে তার সন্তানকে শিক্ষা দেয়। 

আমি তাকে বলি সে আমাদের সন্তান, কেননা তাকে সান্তোসের ছেলে হিসেবে বিবেচনা করা হয়। আমি তাকে সাহায্য করার জন্য সবকিছু করবো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে