মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৯:৪৪:৪৮

আগামী মাসের ৫ তারিখে বিপিএল, টিকিটের দাম নির্ধারণ

 আগামী মাসের ৫ তারিখে বিপিএল, টিকিটের দাম নির্ধারণ

স্পোর্টস ডেস্ক: আগামী মাসের ৫ তারিখ পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। কিন্তু আসন্ন আসরের জন্য এখনো টিকিটের নতুন মূল্য ধার্য করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। বরং গত আসরের টিকিটের মূল্যেই আসন্ন আসরের টিকিট কেনা যাবে।

এমনটিই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টিকিটের দাম আগের আসরে যা ছিল ওইদামেই এবার বিক্রি করছি। তেমন কোনো পরিবর্তন নেই। যে দামে টিকিট ছিলো ওই দামেই থাকবে।’

বিপিএলের গত আসরের টিকিটের মূল্য:

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিট মূল্যতালিকা

১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা
২। ক্লাব হাউজ (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড) – ৫০০ টাকা
৩। ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
৪। নর্দার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা
৫। সাউদার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা
৬। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিট মূল্যতালিকা

১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা
২। ক্লাব হাউজ- ৫০০ টাকা
৩। গ্রিন হিল এরিয়া- ৪০০ টাকা
৪। ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
৫। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিট মূল্যতালিকা

১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা
২। ক্লাব হাউজ- ৫০০ টাকা
৩। ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
৪। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে