বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৯:৫০

আইপিএলের নিলামে যা ঘটলো রিয়াদের ভাগ্যে!

আইপিএলের নিলামে যা ঘটলো রিয়াদের ভাগ্যে!

স্পোর্টস ডেস্ক : গতকাল মঙ্গলবার ছিলো আইপিএলের জমজমাট নিলাম। আইপিএলের নিলামে এবার ছিলেন দুইজন বাংলাদেশি- মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আইপিএলের নিলামে কী ঘটলো রিয়াদের ভাগ্যে?  মঙ্গলবারগলবা (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে মুশফিকুর রহিম ডাক পেলেও তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। আর মাহমুদউল্লাহ রিয়াদকে ডাকাই হয়নি নিলামে।

নিলামে অলরাউন্ডার ক্যাটাগরিতে ৭ম সেটে ছিল রিয়াদের নাম। রিয়াদের সাথে ছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও অস্ট্রেলিয়ার অ্যাশটন টার্নার। সিকান্দার রাজাকে অকশনের টেবিলে ডাকা হলেও তাকে দলভুক্ত করতে আগ্রহ দেখায়নি কোনো দল। এরপর অ্যাশটন টার্নারকে দুই বার ডাকা হলেও আগ্রহ দেখাচ্ছিল না কোনো দল। যদিও তৃতীয় ডাকে তাকে কিনে নেয় প্রথম আইপিএলের শিরোপা জেতা দল রাজস্থান রয়্যালস। এরপর রিয়াদকে ডাকার কথা থাকলেও আর ডাকা হয়নি।

নাম না উঠার দুর্ভাগ্য অবশ্য রিয়াদের একার নয়। নিলামের তালিকায় থেকেও ডাক না পাওয়া ক্রিকেটার রয়েছেন আরও অনেকেই। যদিও নিলামে নাম থাকার পরও ডাক না পাওয়া নির্দ্বিধায় হতাশার বিষয়।

এর আগে নিলামে নাম উঠলেও বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম দল পাননি তাকে কিনতে কোনো দল আগ্রহ না দেখানোয়। নির্দিষ্ট ক্যাটাগরিতে তার নাম ডাকা হলে কেউ তার জন্য বিড করেনি। ফলে অবিক্রীত থেকে যান মুশফিক।

প্রসঙ্গত, মুশফিক ও রিয়াদ দুজনেরই ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫০ লাখ ভারতীয় রুপী। মুশফিক উইকেটরক্ষক এবং রিয়াদ অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছিলেন নিলামের তালিকায়।

আইপিএলের ১২তম আসরের পর্দা উঠবে আগামী ২৯ মার্চ। যদিও খেলোয়াড়দের বিশ্রামের কথা মাথায় রেখে আসরের সূচি খানিকটা এগিয়ে আনা হতে পারে। সেটি না হলে আগামী ১৯ মে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারও তাকে দলে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে