বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৬:১২:৫৫

আরব আমিরাতের কাছে হারল আর্জেন্টিনা!

আরব আমিরাতের কাছে হারল আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক: আরব আমিরাতের কাছে হারল আর্জেন্টিনা! ফুটবলপ্রেমীদের অনেকেই আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটের সঙ্গে পরিচিত। সম্প্রতি ক্লাবটি টাইব্রেকারে কোপা লিব্রেতাদোরেস শিরোপা জিতেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুটবলে সবচেয়ে সফল ক্লাব আল আইনের নাম কয়জন শুনেছে তা নিয়ে গবেষণা হতে পারে! কিন্তু আশ্চর্য হলেও সত্য যে, এই আল আইনের কাছেই ৫-৪ গোলে হেরে গেছে রিভারপ্লেট! ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের ফলাফল।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমি-ফাইনালের তৃতীয় মিনিটেই গোল করে স্বাগতিক আল আইনকে এগিয়ে দেন সুইডিশ আন্তর্জাতিক তারকা মার্কাস বার্গ। কর্ণার থেকে ফ্লিক করে প্রথম বার ঘেষে বল প্রতিপক্ষের জালে পাঠিয়ে ইউএই চ্যাম্পিয়নদের এগিয়ে দেন তিনি।

তবে পরপর দুই গোল করে খুব দ্রুতই রিভারপ্লেটকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কলম্বীয় তারকা রাফায়েল স্যান্টেস বরি। আল আইনের গোল রক্ষক খালিদ ইসা দুই দফা বল ফিরিয়ে দেয়ার পরও ১১তম মিনিটে ফিরতি প্রচেস্টায় গোল করে প্লেটকে সমতায় ফিরিয়ে আনেন তিনি। পরে ১৬তম মিনিটে গঞ্জালো মার্টিনেজের সহায়তায় দ্বিতীয় গোল করে দলকে এগিয়েও দেন এই কলম্বিয়ান। ম্যাচের ৫১তম মিনিটে আলআইনকে সমতায় ফিরিয়ে আনেন ব্রাজিলীয় উইঙ্গার কেইও। জাপানি ডিফেন্ডার তুস্কাসা সিয়াতানির সঙ্গে বল আদান প্রদান করে এগিয়ে যাবার পর আকষ্মিকভাবে গোল করেন তিনি।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ২-২ গোলে অমিংমাংসিত থাকে ৯০ মিনিটের খেলা। অতিরিক্ত সময়েও কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে নিষ্পত্তি হয় জয় পরাজয়। আল আইনের ৫ খেলোয়াড়ের সবাই স্পট কিক থেকে গোল করলেও প্লেটের আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো পেরেজের শটটি ঠেকিয়ে দেন স্বাগতিক গোলকিপার ইসা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে