বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৭:০৯

মাঠের মাঝেই ইশান্ত-জাদেজার তুমুল ঝগড়ায় হতভম্ব ভারত!

মাঠের মাঝেই ইশান্ত-জাদেজার তুমুল ঝগড়ায় হতভম্ব ভারত!

স্পোর্টস ডেস্ক: মাঠের মাঝেই তুমুল ঝগড়ায় মেতে উঠলেন ভারতের দুই ক্রিকেটার ইশান্ত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। পার্থ টেস্টে হারের জ্বালা এখনও শুকোয়নি। তারমধ্যেই বিরাট কোহালির দলকে ডাউন আন্ডারে প্রবল অস্বস্তিতে ফেলে দিল টেস্ট চলাকালীন মাঠেই দুই সিনিয়র ক্রিকেটারের প্রকাশ্য বাগযুদ্ধ! এই বিশ্রী ঘটনার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। তুমুল সমালোচনায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা।

যখনকার ঘটনা সেই সময় ভারতীয় পেসার মোহাম্মদ শামির বল অস্ট্রেলীয় ব্যাটসম্যান নেথান লায়নের হেলমেটে লাগার পর সাময়িকভাবে বন্ধ ছিল খেলা। বোর্ডার-গাভাস্কার ট্রফির টেলিভিশন সম্প্রচারকারী সংস্থার ফুটেজে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে দাঁড়িয়ে একে অপরের দিকে রীতিমতো আঙুল তুলে তর্কাতর্কি করছেন ইশান্ত ও জাদেজা। 

হঠাৎ করেই ইশান্ত ও বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা রবীন্দ্র জাদেজার তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখন সবাই লায়নকে নিয়েই ব্যস্ত। ইশান্ত ও জাদেজার ঘটনাটি নজরেই আসেনি কারোর। ফক্স টেলিভিশনের ফুটেজে পরে দেখা যায়, নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়ানো ইশান্ত ও জাদেজার উত্তপ্ত বাক্য বিনিময়।

কী কথা হচ্ছে দুজনের মধ্যে স্টাম্প মাইক্রোফোনে সেটা ধরা পড়ে। শোনা যায়, জাদেজার দিকে তাকিয়ে ইশান্ত রীতিমতো চিৎকার করে বলছেন, 'আমার দিকে হাত তুলে কিছু বলো না। যদি কিছু চাওয়ার থাকে কাছে এসে বলো।' জবাবে ভারতীয় অল-রাউন্ডারকে বলতে শোনা যায়, 'এত কথা বলার কী আছে তোমার ?'

এরপরও রণে ভঙ্গ দেননি ইশান্ত। ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ জোরে বোলারকে বলতে শোনা যায়, 'আমার দিকে হাত তুলে কোনও কথা বলবে না। মনের মধ্যে পুষে রাখা রাগ আমার ওপর ফলাতে যেও না।' এরপর ইশান্ত একটি অশ্লীল শব্দ প্রয়োগ করেন। ক্ষুব্ধ জাদেজা মুখ ঘুরিয়ে চলে যান। দুই সতীর্থকে শান্ত করতে মধ্যস্থতাকারীর ভূমিকায় নামতে হয় লোকেশ রাহুল ও মোহাম্মদ শামিকে।

ইশান্ত ও জাদেজা এর আগেও বেশ কিছু ক্ষেত্রে মাঠের মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। মাথা গরম করার ব্যাপারে বেশ কু-খ্যাতি রয়েছে দুজনেরই। তবে, অজিদের দেশে গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে গিয়ে যেভাবে ভারতীয় ক্রিকেটকে যেভাবে কলঙ্কিত করলেন এই দুই সিনিয়র ক্রিকেটার, তা নিয়ে খুব অস্বস্তিতে রয়েছে বিরাট কোহলির দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে