বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৬:৫৩:৩৪

নাইট রাইডার্সের বিজ্ঞাপনটি স্রেফ মজা ছিল?

নাইট রাইডার্সের বিজ্ঞাপনটি স্রেফ মজা ছিল?

স্পোর্টস ডেস্ক: আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটার দলে টানার জন্য গত ১৪ ডিসেম্বর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিজ্ঞাপন দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এতে বলা হয়েছিল, যেহেতু বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা তাদের ক্রিকেটারদের সবচেয়ে ভালো জানে, তাই নাইট শিবিরে তারা কাকে দেখতে চায়, তা জানাতে। কিন্তু আইপিএল নিলামে মুশফিক-মাহমুদউল্লাহ থাকলেও কাউকে কেনেনি আইপিএলের দলটি। সোশ্যাল সাইটে দুই বাংলার ক্রিকেটপ্রেমীরা তাই প্রশ্ন তুলেছেন, এটা কি স্রেফ মজা করার জন্যই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল?

কলকাতার হয়ে টানা ৭ মৌসুম খেলেছেন সাকিব আল হাসান। গত আসরে তাকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। এরপরেই সানরাইজার্স হায়দরাবাদ লুফে নেয় সাকিবকে। আগামী দ্বাদশ আসরেও তারা সাকিবকে রেখে দিয়েছে। এবারের নিলামে বাংলাদেশের দুজন ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন। রিয়াদের নাম নিলামে না উঠলেও মুশফিকের নাম উঠেছিল। কিন্তু বাকী ৭ ফ্র্যাঞ্চাইজির মতো মুশফিককে কেনার আগ্রহ দেখায়নি নাইটরা।

এর আগে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে নাইট রাইডার্সের পক্ষ থেকে লেখা হয়েছিল, 'কেকেআরের বাংলাদেশি সমর্থকেরা, আপনারাই যেহেতু আপনাদের খেলোয়াড়দের সবচেয়ে ভালো জানেন, তাই কোন বাংলাদেশি ক্রিকেটারকে ২০১৯ আইপিএলে কেকেআরে দেখতে চান; সেটা জানানোর সুযোগ করে দেওয়া হলো। আপনার পরামর্শ ভিডিও করে পাঠিয়ে দিন।'

আজ নিজেদের দল গোছানো শেষে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে কেকেআর। সেখানে দুই বাংলার ক্রিকেটপ্রেমীরাই ক্ষোভ জানাচ্ছেন। বাংলাদেশের আবদুল্লাহ আল সাফি যেমন লিখেছেন, 'সবাই আনলাইক করুন পেইজটি। দেখি কয়জন ভারতীয় আছে কেকেআর সাপোর্ট করে!' তেমনি কলকাতার সৌরভ পতি লিখেছেন, 'নো বাঙালি, নো কলকাতা। আবারও প্রমাণ হলো, সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) একটি আন্ডার রেটেড সংস্থা!'। 

পোস্টে আবার দুই বাংলার অনেক ক্রিকেটপ্রেমীরা ঝগড়াতেও মেতেছেন। মোদ্দা কথা হলো, দল নিয়ে সন্তুষ্ট নন দুই বাংলার ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের গত আসরে সাকিবকে ছেড়ে দেওয়ায় কলকাতার মিডিয়া বেজায় চটেছিল। বাংলাদেশি ক্রিকেটভক্তদের রাগ ছিল, সাকিবের উদ্দেশ্যে নাইট রাইডার্সের পক্ষ থেকে একটা বিদায়ী টুইটও না করা।  সাকিব না থাকায় কলকাতাকে নিয়ে আগ্রহ হারিয়েছিল বাংলাদেশের অগণিত দর্শক। অন্যদিকে সাকিবকে দলে নিয়ে দুই বাংলার বিশাল দর্শক সমর্থন পেয়েছিল সানরাইজার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে