বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৭:৫০

ভারতের ক্রিকেটাঙ্গনে ঝড় তুললেন সুনিল গাভাস্কার! দল থেকে বাদ পড়বেন কোহলি!

ভারতের ক্রিকেটাঙ্গনে ঝড় তুললেন সুনিল গাভাস্কার! দল থেকে বাদ পড়বেন কোহলি!

স্পোর্টস ডেস্ক: চলছে অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যে টেস্ট সিরিজ। এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরেছে ভারত। দল নির্বাচন নিয়ে উঠেছে প্রশ্ন। ভারতের ক্রিকেট লিজেন্ড সুনিল গাভাস্কার তো কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন! ঘুরিয়ে ফিরিয়ে তার কথায় এই দুজনকে সরিয়ে দেওয়ার সুর!

এদিকে একটি টিভি চ্যানেলে সাক্ষাতকারে সময় গাভাস্কার বলেন, ‘বাকি আছে আর দুটি ম্যাচ। ভারতকে সিরিজ জিততে যা করার এর মধ্যেই করতে হবে। আর ব্যর্থ হলে দলে বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর ভূমিকা পুর্নমূল্যায়ন করা উচিত।’ গাভাস্কারের এই বক্তব্য এখন ঝড় তুলেছে ভারতের ক্রিকেটাঙ্গনে। তাহলে কী দল থেকে বাদ পড়বেন কোহলি!

এ ব্যাপারে বিশ্লেষকরা বলছেন, ঘুরিয়ে ফিরিয়ে এই কোচ-অধিনায়কের অপসারণ দাবি করেছেন গাভাস্কার। অনেকে আশংকা করছেন, ভারত অজিদের কাছে টেস্ট সিরিজ হারলে প্রকাশ্যেই কোহলি-শাস্ত্রীর অপরসারণ দাবি করতে পারেন তিনি! সেইসঙ্গে যুক্ত হয়েছে মাঠে বিরাট কোহলির অভাব্য আচরণ। কোহলির এই বাজে আচরণের তীব্র সমালোচনা করে চলছেন খোদ ভারতের সাবেক ক্রিকেটার এমনকী বলিউড তারকা পর্যন্ত!

এদিকে গাভাস্কার আরও বলেছেন, ‘এখন দলটাকে সমন্বয় করতে হবে। সমস্যার সমাধানে সঠিক ব্যক্তিকে (ক্রিকেটার) নিয়োগ দিতে হবে। জরুরি ভিত্তিতে এটা করতে পারলে অবশ্যই বাকি দুটি ম্যাচে জয় সম্ভব। এসব না করে যদি তারা (ভারত) ভাবে যে স্মিথ-ওয়ার্নার নেই তাই অজিরা দুর্বল; তবে সেটা মারাত্মক ভুল হবে। এমন হলে নির্বাচকদের উচিত এই অধিনায়ক ও কোচিং স্টাফ রেখে কোনো লাভ হচ্ছে কি না, তা ভেবে দেখা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে