বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৯:০৬

বিপিএলে কেমন খেললেন বিসিবির সেই ৬ আইকন?

বিপিএলে কেমন খেললেন বিসিবির সেই ৬ আইকন?

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ৩য় আসরের জন্য বাংলাদেশের ৬ জন ক্রিকেটারকে আইকন হিসাবে ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ৬ জন ক্রিকেটার ৬ টি দলের হয়ে মাঠ কাঁপান। এই আসরে তাদের ক্রিকেটীয় আমলনামাটা কেমন হয়েছে এই বিষয়টি নিয়েই এবারের প্রতিবেদন। ছয় আইকনদের মধ্যে এক আইকন শিরোপা জিতেছেন। তার নাম হয়তো বলার প্রয়োজন পড়ে না। ভাগ্যবান ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জা ব্যাট হাতে ফুলঝুরি দেখান মাঝেমাঝে। তবে সাকিব আল হাসানেরও অবস্থাও এরকম। আইকনদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল। ২৯৮ রান করেন তিনি। এই রান টুর্ণামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান। আইকনদের মধ্যে দ্বিতীয় ও টুর্ণামেন্টের দিক থেকে ৪র্থ সর্বোচ্চ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার রান ২৭৯। টুর্ণামেন্টে ১০ নম্বরে ও আইকনদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন নাসির হোসেন। নাসির হোসেন মোট ১৯৩ রান করেছেন। টুর্ণামেন্টে ১৪ ও আইকনদের মধ্যে চার নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম। ১৫৭ রান করেছেন তিনি। অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে করেছেন ১৩৬ রান। আর ১০৪ রান করেছেন মাশরাফি। ১৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে