বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩৩:৩২

বিসিবির ৬ আইকনকে হারিয়ে তাক লাগিয়েছেন সেই অবহেলিত টাইগার

বিসিবির ৬ আইকনকে হারিয়ে তাক লাগিয়েছেন সেই অবহেলিত টাইগার

স্পোর্টস ডেস্ক : নথিপত্রের দিকে দৃষ্টি দিতেই যেন ক্যামেরায় ধরা পড়ল অবাক হওয়ার মত একটি বিষয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের নিয়ে ৬ আইকন ক্রিকেটারদের নাম ঘোষণা করে। আর কি আইকনদের তালিকায় থাকা। জাতীয় দলে সুযোগই হয়তো হয় না ওই তারকার। অন্যরা বিশ্বকাপসহ বিভিন্ন ভিণ্ন দেশের সাথে সিরিজ খেলতে উড়াল দেন। উপেক্ষিত থাকতে হয়েছে তাকে। কিন্তু এবার বিসিবির ধারনা পাল্টে দিয়েছেন উপেক্ষিত থাকা ইমরুল কায়েস। টপটে গেছেন বিসিবির সব আইকনদের। যেন আইকনদের সেরা আইকন এই ইমরুল কায়েস। কুমিল্লাকে ফাইনালে আনা ও শিরোপা জেতানোর জন্য মূল নায়ক তিনি। ইমরুল কায়েস এবারের টুর্ণামেন্টে দেশীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। ৩১২ রান সংগ্রহ করেছেন ইমরুল কায়েস। ৩৪৯ রান সংগ্রহ করে সেরা রান সংগ্রহকারী সাঙ্গাকারা। বিপিএলে তামিম-রিয়াদদের টপকে গিয়ে নায়ক এখন ইমরুল কায়েস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো এখন ভালো করেই চিনবে দীর্ঘদিন অবহেলিত থাকা এই টাইগারকে। ১৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে