বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৩:১০

মাশরাফির মন কেড়ে নিয়েছেন ইমরুল

মাশরাফির মন কেড়ে নিয়েছেন ইমরুল

স্পোর্টস ডেস্ক: গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের ফাইনাল ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে ইমরুল কায়েস যে অপ্রতিরোধ্য ইনিংস খেলে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা ঘরে তুলে দিয়েছে তা সরণ হয়ে থাকবে বাংলার ক্রিকেট ইতিহাসে। কারণ এদিন মাশরাফি শুরু শিরোপাই জিতেনি। ইমরুলের ঝড়ে ব্যাটিংয়ে বিপিএল ইতিহাসে তার নামটা লেখে দিয়েছেন স্স্বর্ণাক্ষরে। বিপিএলের এ অদম্য অধিনায়ক নিজ নেতৃত্বে টানা তিনবারের মতো শিরেপা জিতিয়েছেন তার ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানকে। তার নেতৃত্বে বিগত দুই আসরে জয় পায় ঢাকা। আর এবার তার নেতৃত্বে প্রথম শিরোপা জয় পেয়েছেন নাফিসা কামালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে কুমিল্লার এ শিরোপা জয়ের বড় দায়িত্বটা ইমরুলই পালন করেছেন বলে মনে করে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলের হাইভোল্টে এ ম্যাচে যে দুদান্ত খেলা উপহার দিয়েছে তাতে শুধু ক্রিকেটপ্রেমীদের মন কেড়ে নেয়নি ইমরুল অধিনায়ক মাশরাফিরও মন কেড়ে নিয়েছেন জাতীয় দলের এ মারকুটে ব্যাটসম্যান। এদিন খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ইমরুল কায়েসের প্রশংসায় বসে গেলেন অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ইমরুলের কথা আমরা কেউ বলছি না। আমাদের জয়ের পথে নিয়ে গেছে কিন্তু ইমরুলের ইনিংসটিই। এ ম্যাচে ইমরুলের অনেক কৃতিত্ব আছে। এদিন বরিশাল বুলসের ১৫৭ রানের টার্গেট যে ইনিংস খেলেছেন ইমরুল সত্যি তা মনে রাখার মত। ছয় চার এবং তিন ছক্কায় সাহায্যে ৫৩ রানের একটি দুদান্ত ইনিংস খেলেন ইমরুল। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে