বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৩:৪১

জানা গেল মাশরাফিদের শিরোপা জয়ের আসল কাহিনী

জানা গেল মাশরাফিদের শিরোপা জয়ের আসল কাহিনী

স্পোর্টস ডেস্ক: বিপিএলে প্রথমবার খেলতে এসেই কুমিল্লা ভিক্টোরিয়ানস চ্যাম্পিয়ন। এই দলকে শিরোপা এনে দেওয়ার পেছনে নতুন একটা কাহিনী উঁকি দিয়েছে। যেখান শিরোপা জয়ের সব কাহিনী জন্ম দিয়েছেন অধিনায়ক মাশরাফি। সেখানে কাহিনী বেকে যাচ্ছে উল্টো দিকে। কুমিল্লার এ অধিনায়ক মনে করছেন, শিরোপা জেতার পুরো কৃতিত্ব তার না। এর পেছনে আসল কাহিনী রয়েছে। সম্ভবত আমি মাশরাফি খুব ভাগ্যবান। নতুবা আমি কিভাবে টানা তৃতীয় বারের মতো বিপিএলের শিরোপা জিতেছি। বিগত প্রথম দুই আসরে ঢাকাকে শিরোপা জিতিয়েছিলেন দুর্দান্ত একটি দল নিয়ে। আর এবার জিতেছে একেবারে ভাঙাচোরা একটি দল নিয়ে। টানা তিন বিপিএলের শিরোপা হাতে ওঠার পর মাশরাফি সব কৃতিত্ব দিলেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। মঙ্গলবার ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নতুন দল কুমিল্লার শিরোপা জয়ের পুরো গল্পটা খুলে বললেন মাশরাফি, বিপিএল হিসাব নিকাশে অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে ছিল কুমিল্লা। মাঝপথে আবার হারাতে হয়েছে অভিজ্ঞ দুই খেলোয়াড় মারলন স্যামুয়েলস ও সুনিল নারাইনকে। তবে তার চেয়েও বড় বিপদ হয়ে দাঁড়ায় চোট। তখন দল পুরো ভারসাম্য হারিয়ে পেলের মতো হয়ে পরে। তখন আমাদের পক্ষে পূর্ণ একাদশ গড়াও ছিল একটা বড় চ্যালেঞ্জ ব্যাপর। ঠিক তখন দূর থেকে দেখা যায় কোচের কাজটা। আমরা যে ভাঙাচোরা দল নিয়ে শিরোপা জিতেছি সেই অবদান আসলো কোচ সালাউদ্দিনের। মাশরাফি আরো বলেন, খেলা শুরু থেকে অনেক ক্রিকেটারকে নিয়ে কাজ করেছেন, পরিকল্পনা করেছেন। কোন ক্রিকেটারকে কোন সময়ে কোন ভূমিকা পালন করতে হবে, সেটা কোচ ঠিক করে দিয়েছে। দলের মূল ভুমিকাটা তিনিই পালন করেছেন। তখন যদি কোচ আমাদের পাশে না থাকতেন, তাহলো হয়তো আজ আমরা শিরোপার দাড়ে কাছে যেতে পারতাম না । তাই আজকের দিনে আমি পুরো কৃতিত্ব কোচ সালাউদ্দিনকে দেব। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪িআল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে