বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৯:০৭

বিপিএল আসরে নতুন করে কাকে আবিষ্কার করলো বিসিবি?

বিপিএল আসরে নতুন করে কাকে আবিষ্কার করলো বিসিবি?

স্পোর্টস ডেস্ক: গতকাল রাতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর মিলনমেলা ভাঙেছে। নিভে গেল আলো। টি ২০-র নৈশ-আনন্দ এখন অতীত। এবার যোগ-বিয়োগ, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলানোর পালা। কী দিল বিপিএল? কতটুকু দিল? সংকুচিত ক্রিকেট থেকে অবারিত আনন্দ পেতে উন্মুখ ক্রিকেটপ্রেমীরা কী পেলেন ২৪ দিনে ৩৪টি ম্যাচ থেকে। চার-ছয়ের আনন্দযজ্ঞ কতটা পরিতৃপ্ত করেছে তাদের? কাকে আবিষ্কার করল ঘরোয়া টি ২০-র সবচেয়ে জমকালো আসর। নামটা সবার ঠোঁটস্থ। তিনি হলেন, আবু হায়দার রনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁ-হাতি পেসার। ফাইনালের আগেই যার ঝুলিতে জমা হয় ২১ উইকেট। টুর্নামেন্টের সেরা শিকারি। ১৯ বছরের এ টগবগে তরুণকে বাংলাদেশ দলের পেস আক্রমণের ভবিষ্যৎ হিসেবে দেখছেন খোদ মাশরাফি মুর্তজা। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৯ রানে চার উইকেট নেয়া আবু হায়দার ফাইনালে চার ওভারে ৩৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। তার শিকার তাই সীমাবদ্ধ রইল ২১ উইকেটেই। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪িআল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে