মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ১২:২০:২৯

গ্রামের অনুষ্ঠানে ‘প্রধান অতিথি’ মুস্তাফিজ

গ্রামের অনুষ্ঠানে ‘প্রধান অতিথি’ মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ আসর থেকে বাদ পড়ে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা দেশে ফিরে এসেছেন। বিসিবি থেকে সাময়িক ছুটি পেয়ে খেলোয়াড়রা পরিবারের সাথে বিশ্রামে কাটাচ্ছেন। মুস্তাফিজও পরিবারের সঙ্গে সময়টা কাটাচ্ছেন নিজ গ্রাম সাতক্ষীরার তেঁতুলিয়ায়।

আর ঠিক এই সময়টায় কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়েছে। তাই নতুন চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেয়া হচ্ছে সর্বত্ত। এদিকে  এলাকায় এসেছেন তাদের কৃতী সন্তান মুস্তাফিজ। তাই সংবর্ধনা অনুষ্ঠানে তাকে করা হয়েছে ‘প্রধান অতিথি’।

বিশ্বকাপ আসরে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নেয়া মুস্তাফিজের গ্রামে আসাতে চলছে আনন্দের বন্যা। সবাই যেন তাকে এক পলক দেখতে মুখিয়ে রয়েছেন। কারণ এই মুস্তাফিজই তো এক সময় এলাকার বিভিন্ন মাঠ খেলিয়ে বেড়িয়েছেন।

গতকাল (রবিবার) অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়েছে নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য শহিদুল ইসলাম গাজী আর সংরক্ষিত মহিলা সদস্য ডলি ইসলামকে। আর সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুস্তাফিজ।
২৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে