বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ১১:১০:১৯

‘ইংল্যান্ডের বিপক্ষে খেলতে আমি এখনই প্রস্তুত’

‘ইংল্যান্ডের বিপক্ষে খেলতে আমি এখনই  প্রস্তুত’

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশিন ক্রিকেট লিগ(ডিপিএল) চলাকালে গত ১৮ জুন মাথায় বল লেগে গুরুতর আহত হয়েছিলেন সোহরাওয়ার্দী শুভ। ২৪ ঘণ্টা রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ডাক্তারদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরদিন (১৯ জুন) রিলিজ নিয়ে বাসায় ফিরেছিলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা এই ক্রিকেটার। বর্তমানে সুস্থ হয়ে ঈদ করতে গ্রামের বাড়ি রয়েছেন শুভ। এ অবস্থায় বৃহস্পতিবার (৩০ জুন) ইংল্যান্ডের সাথে সিরিজের জন্যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ৩০ সদস্যের ওই দলে ডাক পেয়েছেন ডিপিএলে বেশ উজ্জ্বল পারফরম্যান্স করা শুভ।

ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি কর্তৃক ঘোষিত ৩০ সদস্যের এই দলে ডাক পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মূল দলে জায়গা করে নিতে নিজের আত্মবিশ্বাসের কথা উল্লেখ করেছেন এই অলরাউন্ডার। এমনকি এই খবর শোনার পর খেলার জন্যে নিজেকে শতভাগ ফিট মনে করছেন শুভ।

দীর্ঘদিন পরে প্রাথমিক দলে ডাক পাওয়াই কেমন লাগছে জানতে চাইলে শুভ বলেন, এত দিন পরে একটা ডাক পেয়েছি এ জন্যে অবশ্যাই ভালো লাগছে। তা ছাড়া আল্লাহর রহমতে অনেক দিন পর ভালো খেলছি। যে কারণে নির্বাচকরা প্রাথমিকভাবে আমার ভালো খেলার পুরস্কার দিয়েছেন এ জন্যে আমি খুব খুশি। আমি মনে করি এখনো আমার অনেক কিছু করার বাকি আছে।

মূল দলে জায়গা পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, নির্বাচক আর কোচ যদি মনে করেন আমি সেখানে জায়গা পাওয়ার মতো তাহলে ইনশাল্লাহ আমার সেখানে একটা সুযোগ পাওয়ার আশা আছে। আর আমি চেষ্টা করব এই ক্যাম্পে ভালো করার, অনুশীলন করার এবং সেখানে যদি কোনো ম্যাচ হয় সেখানে ভালো করার। যাতে করে কোচের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং যাতে করে আমাকে সুযোগ দেওয়া হয়, তাহলে সেখানে আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করব।

ইংল্যান্ডের বিপক্ষে খেলতে কতটা আত্মবিশ্বাসী জানতে চাইলে শুভ বলেন, আমি অবশ্যই আত্মবিশ্বাসী। কারণ আমি গতবার ইংল্যান্ডে গিয়ে কাউন্টিতে খেলেছি। যে কারণে আমি ওদের খেলোয়াড়দের সম্পর্কে মোটামুটি জানি। তাতে করে বলা যায়, ওদের সম্পর্কে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি আশাবাদী, যদি আমি সুযোগ পাই অবশ্যই আমি ভালো খেলব।

২০ তারিখের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমার তো মনে হচ্ছে আমি এখনই খেলতে পারব।

সুযোগ পেলে কী করতে চান জানতে চাইলে শুভ বলেন, সুযোগ পেলে আমি আমার টিমের জন্যে কিছু করার চেষ্টা করব। কোচ আমাকে যে ধরনের জব দেবেন আমি সেটা করার চেষ্টা করব।

প্রসঙ্গত, ডিপিএল সুপার লিগের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে চলাকালে গত ১৮ জুন (শনিবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচে তাসকিনের বলে মাথায় আঘাত পেয়েছিলেন শুভ।
৩০ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে