বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ১১:১৭:৫৮

১৫৮৫ রান করে সেরা তিনে মুমিনুল

১৫৮৫ রান করে সেরা তিনে মুমিনুল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লীগে ২০১৫-১৬ মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন শামসুর রহমান শুভ। দ্বিতীয় হয়েছেন রয়েছেন রকিবুল হাসান। এছাড়াও এই তালিকায় তৃতীয় স্থানটি অধিকার করেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অন্যতম ব্যাটসম্যান মুমিনুল হক।
 
ডিপিএলে শামসুরকে পেছনে ফেলে শেষ পর্যন্ত রকিবুল হাসান সর্বোচ্চ রান সংগ্রাহক হন। মৌসুমে দুর্দান্ত ব্যাটিং করা মুমিনুল হক শেষ দিকে এসে রকিবুলের কাছে আর পারেননি। ২০১৫/১৬ পঞ্জিকাবর্ষে ১৬৪৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন ওপেনার শামসুর।

যেখানে ডিপিএলে তিনি করেছেন ৫৮৮ রান। ৫৭৮ রান এসেছে জাতীয় ক্রিকেট লিগ থেকে। আর বাংলাদেশ ক্রিকেট লিগে তিনি করেন ৫০৮ রান। এসময় সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরিও আসে শুভর ব্যাট থেকে।

১৬০২ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রকিবুল হাসান। আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মুমিনুল ১৫৮৫ রান করে তৃতীয় অবস্থান ধরে রাখেন।
৩০ জুন,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে