শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ০৪:৪৭:১৪

‘দুই অধিনায়ক একে অপরকে দোষারোপ করছে, এটা খুবই খারাপ’

‘দুই অধিনায়ক একে অপরকে দোষারোপ করছে, এটা খুবই খারাপ’

স্পোর্টস ডেস্ক : সৌরভ-শাস্ত্রী দ্বৈরথে এবার মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক বিষেন সিংহ বেদী। সৌরভ গাঙ্গুলী এক হাত নিয়ে তার মত, শাস্ত্রী যাই বলুন না কেন সৌরভের চুপ থাকা উচিত ছিল। তিনি বলেন, ‘দেখুন রবি বলেছে কারণ ও হতাশ ছিল। এটা খুব স্বাভাবিক। আমি বুঝতে পারছি  কোচ না হতে পেরেই ওর এই হতাশা।  কিন্তু এখানে সৌরভের পাল্টা মন্তব্যের কোনও দরকার ছিল না। ওর মাথা ঠান্ডা রাখা উচিত ছিল।’

সৌরভের সঙ্গে সঙ্গেই মিডিয়াকেও একহাত নিয়েছেন তিনি। বেদী বলেন, ‘মিডিয়া একটা বল পেয়ে গিয়েছে।’এখানেই থামেননি বেদী। রবি শাস্ত্রীর অভিযোগ ছিল যে তার ইন্টারভিউয়ের সময় উপস্থিত ছিলেন না সৌরভ। কারণ অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন সৌরভ।

কারণ সিএবি-র কার্যকরী কমিটির মিটিং ছিল। সেই প্রশ্নেও বেদী দাঁড়িয়েছেন শাস্ত্রীর পাশে। তিনি বলেন, ‘এই মিটিংয়ের সময় বদল করা যেতে পারত। ওটা একটা স্থানীয় বিষয় ছিল। যেখানে কোচের ইন্টারভিউটা ছিল আন্তর্জাতিক কাজ। এটা খুবই খারাপ ব্যাপার যেখানেই দুই ভারত অধিনায়ক একে অপরকে দোষারোপ করছে।’

বেদীর মতে সৌরভ একজন সংগঠক। তাই তাকে সমালোচনা হজম করতে হবে। বলেন, ‘একজন সংগঠক হিসেবে সৌরভের সমালোচনা নিতে পারতে হবে। যে কোনও সমালোচনায় তুমি পাল্টা দিতে পার না। এটা তোমার কাজেরই অংশ। যারা সংগঠনে থাকেন তারা কখনওই নিজেদের পয়েন্ট প্রমাণ করে না। ওই কমিটিতে আরও তিনজনও ছিলেন। তাই সৌরভের প্রমাণ করার কিছু নেই।’

১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে