শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ০৪:৫৬:২০

এবার রবি শাস্ত্রীকে তুলোধনা করলেন গৌতম গাম্ভীর

এবার রবি শাস্ত্রীকে তুলোধনা করলেন গৌতম গাম্ভীর

স্পোর্টস ডেস্ক : সঞ্জয় মাঞ্জারেকারের পর এবার গৌতম গাম্ভীর। কোচ নির্বাচন নিয়ে চলতি বিতর্কে রবি শাস্ত্রীকে এক হাত নিলেন ভারতের এই সাবেক ওপেনার।

একটি প্রশ্নের উত্তরে ভারতের সাবেক টিম ডিরেক্টরকে তীব্র আক্রমণ করে কেকেআরের অধিনায়ক বলেন, ‘গত দেড় বছরে টেস্ট এবং টি২০তে যে বিভিন্ন সময়ে ভারত এক নম্বরে গিয়েছে, শুধু সেই অংশগুলিকেই তুলে ধরা হচ্ছে। রবি শাস্ত্রী একবারও তার ব্যর্থতার জায়গাগুলি বলছেন না। অথচ তার সময়েই আমরা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছি। বাংলাদেশে গিয়ে তাদের কাছে হেরে এসেছি। এমনকী এই সময়ে বিদেশে একটাও সিরিজ জিতিনি আমরা। আসলে তিনি কতটা মহান সেটাই বোঝানোর চেষ্টা করছেন শাস্ত্রী। কোচ হওয়ার জন্য রবি যে কতটা মরিয়া ছিল, সাম্প্রতিক মন্তব্যই তার সবচেয়ে বড় প্রমাণ।’

কোচ হিসাবে অনিল কুম্বলের নির্বাচনকে সঠিক আখ্যা দিয়ে গাম্ভীর বলেন, ‘আমার মতে এর চেয়ে ভাল কিছু হতে পারত না। কোচ হওয়ার জন্য যারা আবেদন করেছিলেন, কুম্বলে যে কোনও দিক থেকেই তাদের মধ্যে শ্রেষ্ঠ।’

শাস্ত্রীর বিরোধিতা করে বুধবারই মুখ খুলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকার। তিনি বলেছিলেন, ‘শাস্ত্রী এই প্রত্যাখ্যান নিতে পারেননি। সৌরভের জন্যও ছিল নতুন অভিজ্ঞতা। কিন্তু তার থেকেও বড় অভিজ্ঞতা হল শাস্ত্রীর। বিসিসিআই সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’

১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে