শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ০৯:১৪:৩৬

‘ভালো আছেন সাকিব ভাই’

‘ভালো আছেন সাকিব ভাই’

স্পোর্টস ডেস্ক: বোর্ডের লম্বা ছুটিতে সতীর্থরা যেখানে বাড়ির পানে ছুটে গেছেন ঠিক সেখানে ব্যতিক্রম ক্রিকেটের ফেরিওয়ালা সাকিব আল হাসান। তিনি ছুটে গেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে। সাঙ্গাকারা-গেইল-রাসেলের সাথে ২ তারিখ জ্যামাইকা তালাওয়াসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশ জাতীয় দলের এই নাম্বার ওয়ান খেলোয়াড়।

এখানে ২০০৭ সালে ঐতিহাসি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল সাকিবরা। তাই প্রথমবারের মত ফেসবুকে সরাসরি এসে সেগুলোরই স্মৃতিচারণ করছিলেন দেশ সেরা এই অলরাউন্ডার।

২ মিনিট ৫৮ সেকেন্ডের এই লাইভ ভিডিওতে বর্তমানে যে হোটেলে আছেন সেই হোটেলেই বাংলাদেশের কিছু সুখস্মৃতি সকলের সঙ্গে ভাগাভাগি করেন সাকিব। তিনি বলেন, ‘২০০৭ সালে ওয়ার্ল্ড কাপের সময় আমরা এই হোটেলেই ছিলাম। আমাদের অনেক ভালো স্মৃতি রয়েছে এখানে। পুরো দলের জন্যেই। আমরা সবাই এই জায়গাটায় অনেক হার্ড ওয়ার্ক করেছি। ভালো পারফর্মও করেছে অনেকে। যখনই এখানে আসি অনেক মজা লাগে।’

এ সময় ভিডিওতে সাগরের মনোরম দৃশ্যও দেখান সাকিব। এসময় এক ভক্তের প্রশ্নের উত্তর দেন প্রথমে। বলেন হ্যা ভালো আছেন সাকিব ভাই। তার পর সমুদ্রে বাংলাদেশের ক্রিকেটারদের গোসল করার স্মৃতিও তুলে ধরেন সাকিব। ভক্তদের ক্যারিবিয়ান দ্বীপের আরো অনেক জায়গা ঘুরিয়ে দেখানোর ব্যাপারে আশ্বস্ত করে সাকিব বলেন, ‘আমি যেহেতু এখানে বেশ কয়েকদিন আছি এবং এখানে অনেকগুলো দ্বীপ আছে। যেগুলোর বেশিরভাগেই যাওয়া হবে আমার। চেষ্টা করবো যাতে আপনাদের সঙ্গে আমাদের স্মৃতিগুলো ভাগ করে নিতে এবং জাতীয় দলের সঙ্গে যেসকল স্মৃতি রয়েছে সেগুলো যেন ভাগ করে নিতে পারি। আমার জন্য, আমার পরিবারের জন্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দোয়া করবেন।’
১ জুলাই.২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে