মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৩০:৪৭

এবার শোলাকিয়ার ঈদ জামাতে মাত্র শ’খানেক মুসল্লি!

এবার শোলাকিয়ার ঈদ জামাতে মাত্র শ’খানেক মুসল্লি!

কিশোরগঞ্জ : জঙ্গি হামলার আশঙ্কা ও বিরূপ আবহাওয়ার কারণে এবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে কমে গেছে মুসল্লি।  মাত্র শ’খানিক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এত কম মুসল্লির উপস্থিতি দেশের সর্ববৃহৎ ঈদ জামাতে দেখেছেন বলে কেউ স্মরণ করতে পারেন না।
 
কড়া নিরাপত্তার মধ্যে সকালে শোলাকিয়ায় নামাজ সুষ্ঠুভাবেই শেষ হয়েছে।  নিরাপত্তা ঝুঁকির কারণে ঈদুল ফিতরে যেতে না পারলেও এবার নামাজে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

নামাজের পর হাজার খানেক মুসল্লি একসঙ্গে হাত তুলে দেশ ও মানুষের জন‌্য দোয়া করেন।
 
সকাল নয়টায় নামাজের সময় মাত্র কয়েকটি কাতার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিই বেশি লাগছিল সবার।  

দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব‌্যবস্থা এবারো ছিল।  

একটি ট্রেন ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং আরেকটি সকাল ৬টায় ভৈরব থেকে কিশোরগঞ্জ এসে পৌঁছে।  তবে যাত্রী ছিল খুব কম।
 
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, কোরবানির আনুষ্ঠানিকতার কারণে ঈদুল আজহায় এমনিতে মুসল্লি কম হয়।  প্রবল বৃষ্টিপাতের কারণে আরো কম হয়েছে।
 
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান বলেন, ঈদুল ফিতরের দিনে সন্ত্রাসী হামলার ঘটনায় এবারের ঈদুল আজহার জামাতকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
 ১৩ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে