বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০১৮, ১১:০৫:৫৪

কুমিল্লায় পরীক্ষা দেয়নি, তবুও পাস করলো চার শিক্ষার্থী

  কুমিল্লায় পরীক্ষা দেয়নি, তবুও পাস করলো চার শিক্ষার্থী

 কুমিল্লা: কার ভাগ্য কখন খুলে যায় তা কে বলতে পারে? আবার খুলে যাওয়া ভাগ্যই বা কখন চুপসে যায় সেটাই বা কে বলতে পারে।  এই যেমন এবার তেমনটাই হল কুমিল্লার চৌদ্দগ্রামে।

জানা যায়, পিএসসি পরীক্ষায় অংশগ্রহন না করেই পাস করেছে চারজন শিক্ষার্থী।  এই চারজন শিক্ষার্থী হল,উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবায়দুল হোসেন তার রোল নং- ৭৬৮২, প্রাপ্ত জিপিএ-৩.৫৮, মোট নম্বর ৩৭৮; মুন্সিরহাট ইউনিয়নের মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মোসা. সাথি আক্তার, তার রোল নং- ৪৪৭০, প্রাপ্ত জিপিএ-২.৫০, মোট নম্বর ৩০৫; আলকরা ইউনিয়নের পদুয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আয়শা আক্তার, তার রোল নং- ৮১৮৯, প্রাপ্ত জিপিএ-২.৩৩, মোট নম্বর ২৯০ এবং একই স্কুলের নুসরাত জাহান, তার রোল নং- ৮১৯০, প্রাপ্ত জিপিএ-২.২৫, তার মোট নম্বর ২৯৩।

এই ফলাফল দেখে অবাক হয়েছেন শিক্ষার্থীদের পরিবারসহ শিক্ষকরা।  এ নিয়ে চলছে সমালোচনার ঝড়।  বিষয়টি স্বীকার করেছেন  বেতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা আক্তার ও মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশিউর রহমান ও পদুয়া (দক্ষিণ) প্রধান শিক্ষক।

এ ধরনের ঘটনা জানাজানি হলে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার মিথ্যা তথ্যে ভাগ্য খুলেছে এবায়দুল, আয়শা, নুসরাত ও সাথি আক্তারের।  তারা পরীক্ষা না দিয়েই পাস করেছে।

তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
৪ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে