শনিবার, ১৩ আগস্ট, ২০১৬, ০৬:৪৬:১৯

বঙ্গবন্ধুর ভাষণ নিজের কণ্ঠে প্রধানমন্ত্রীকে শোনাতে চায় ছোট্ট যিয়ান!

 বঙ্গবন্ধুর ভাষণ নিজের কণ্ঠে প্রধানমন্ত্রীকে শোনাতে চায় ছোট্ট যিয়ান!

লক্ষ্মীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ রপ্ত করেছে শিশু আহমেদ শেহ্জাদ যিয়ান। ঐতিহাসিক সেই ভাষণ সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোনাতে চায় যিয়ান।

বঙ্গবন্ধুর ভাষণ মুখস্ত করার পর থেকে প্রতিদিনই মায়ের কাছে তার বায়না প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার।

লক্ষ্মীপুরের সাজ্জাদুর রহমান ও আফরোজ জাহান নিরু দম্পতির একমাত্র ছেলে যিয়ান।  তার বাবা বাংলানিউজটোয়েন্টিফোর.কমের লক্ষ্মীপুরের স্টাফ করেসপন্ডেন্ট।  ৩ বছর ৮ মাস বয়সে শুনে শুনে মাত্র ২০ দিনে বঙ্গবন্ধুর ভাষণ মুখস্ত করেছে যিয়ান।

বর্তমানে তার বয়স ৪ বছর ২ মাস।  যিয়ানের মা নিরু জানান, যিয়ানের আগ্রহে ভাষণ মুখস্ত করানো সম্ভব হয়েছে; অবশ্য তার বাবাও চেয়েছেন।

কীভাবে এই দীর্ঘ ভাষণ রপ্ত হয়েছে জানতে চাইলে যিয়ানের মা বলেন, পুরো ভাষণ প্রথমে লিখে নিয়েছি; আমি পড়তাম, যিয়ান শুনতো।  পরে মোবাইল রেকর্ডিং থেকে বঙ্গবন্ধুর ভাষণ শোনতে শোনতে শেখা হয় তার।

তিনি বলেন, প্রতিদিন যিয়ান ভাষণ শোনে ঘুমায়। ভাষণ ছাড়াও যিয়ান কোরআনের কিছু আয়াতও মুখস্ত পারে।  তার ইচ্ছা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার।

যিয়ান বলে, টিভিতে প্রধানমন্ত্রীকে দেখি।  বাস্তবে তো দেখি না।  আমি শেখ হাসিনাকে দেখবো; ভাষণ শোনাবো।  সূত্র : উত্তরাধিকার৭১নিউজ
১৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে