মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬, ০৭:৫৫:৩৩

চালক ঘুমিয়ে পড়লো, লেগুনা গেল খালে : জখম ১২ যাত্রী

চালক ঘুমিয়ে পড়লো, লেগুনা গেল খালে : জখম ১২ যাত্রী

লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি লেগুনা উল্টে শিশুসহ ১২ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে শিশু মহি উদ্দিন ও বাবুলের অবস্থা আশঙ্কাজনক। আজ (মঙ্গলবার) বিকাল ৩টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের চর উভূতি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ওই লেগুনার যাত্রী চরলরেঞ্চ গ্রামের জনেবা ও নুরুল ইসলাম জানায়, ঘটনার সময় চালক ঘুমে ছিল। এর আগে কয়েকবার সতর্ক করার পরও তার খেয়াল পরেনি। এক পর্যায়ে সে গাড়িটির নিয়ন্ত্রণ হারায়। পরে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে খালের মধ্য উল্টে পড়ে।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর থেকে রামগতিগামী যাত্রীবাহী লেগুনাটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে তা খালে উল্টে পড়ে। এতে চালক ও তার সহযোগীসহ ১২ জন যাত্রী আহত হন। আহতরা হলেন- সুইটি (৫), প্রীতি (৬), মহি উদ্দিন (৪), বাবুল (৩), রুমা আক্তার (২৫), জনেবা (৩০), নুরুল ইসলামসহ (৩৮) ১২ জন।

আহতদের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তাদেরকে সদর হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মহিউদ্দিন ও বাবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে