সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ০৭:০৬:১৪

মন্ত্রী হচ্ছেন শাহজাহান কামাল

মন্ত্রী হচ্ছেন শাহজাহান কামাল

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শাহজাহান কামাল মন্ত্রী হচ্ছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য। প্রবীণ এ রাজনীতিবীদ দু’বারের এমপি।

সোমবার দুপুর দেড়টার দিকে তাকে মন্ত্রিপরিষদের সচিব ফোন করে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য বলেছেন। এ খবর ছড়িয়ে পড়লে উন্নয়নে পিছিয়ে পড়া জনপদ লক্ষ্মীপুরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এ বিষয়ে আশার কথা শোনালেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। তিনি বলেন, এ সুখবরের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরবাসী আশায় বুক বেঁধেছে। আমরা দীর্ঘদিন মন্ত্রীত্ব বঞ্চিত ছিলাম। এবার পরিকল্পিতভাবে উন্নয়ন ভাবনায় এগুনো যাবে।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, এ খবর লক্ষ্মীপুরের ১৭ লাখ মানুষের জন্য আনন্দের। আমরা উন্নয়নে কিছুটা পিছিয়ে ছিলাম। এবার গণমুখী আরও বেশ কিছু বৃহৎ উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে লক্ষ্মীপুরে শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে। আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে বলে আশা করছি।

এ কে এম শাহজাহান কামাল এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে মানুষের জন্য রাজনীতি করছি। কখরও লোভ করিনি। তিনি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিরামহীনভাবে কাজ করছেন ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে