বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:৪৬:৩৬

বাজারের দোকানগুলো এখন মৌমাছির দখলে!

বাজারের দোকানগুলো এখন মৌমাছির দখলে!

নিউজ ডেস্ক: সিরাজুল ইসলাম ব্যবসা পরিচালনার জন্য বাজারে ৭-৮টি দোকান নির্মাণ করেন। কিন্তু নবনির্মিত ওই দোকানগুলোর চতুর পাশ দিয়ে প্রায় শতাধিক মৌমাছির চাক বসেছে।

মৌমাছির হুলের আতঙ্কে ব্যবসায়ী সিরাজুল তার দোকানগুলো খুলতে পারছেন না, তালাবদ্ধ করে রেখেছেন তিন মাস ধরে। এককথায় বাজারের দোকানগুলো এখন মৌমাছির দখলে রয়েছে!

বুধবার সকালে মাদারীপুরের কালকিনিতে এনায়েতনগর এলাকার মিয়ারহাট বাজারে গিয়ে এমন তথ্যই পাওয়া যায়।

ব্যবসায়ী সিরাজুল বলেন, মৌমাছির চাক বসায় আমরা দোকানগুলো বন্ধ রেখেছি। কারণ মৌমাছির হামলার ভয়ে আমরা কিছু করতে পারছি না। দোকান কবে খুলতে পারব জানি না।

এ ব্যাপারে মধু সংগ্রহকারী আকরাম বলেন, প্রচণ্ড শীতে ওই দোকানে মৌমাছিরা বাসা বেঁধেছে। ওই দোকান বাজারের মধ্যে হওয়ায় শীত কম লাগে। মৌমাছিরা শীত একদম পছন্দ করে না।

শীত থেকে রক্ষা পেতে তারা বাসাগুলো বেঁধেছে। হয়তোবা গরমের আগমন ঘটলে তারা চলে যেতে পারে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে