বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ১১:৫৮:০০

২ ঘণ্টায় একটি ভোটও পড়েনি যে কেন্দ্রে

২ ঘণ্টায় একটি ভোটও পড়েনি যে কেন্দ্রে

মানিকগঞ্জ : দেশের অন্যান্য জেলার মতো মানিকগঞ্জের জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায়। তবে জেলার ঘিওর উপজেলার ৪টি ইউনিয়নের ভোটারদের ভোট কেন্দ্র বানিয়াজুরী স্কুল অ্যান্ড কলেজে ১১টা নাগাদ একটি ভোটও পড়েনি বাক্সে। প্রিজাইডিং অফিসার ও প্রার্থীদের পোলিং এজেন্টারা সকাল ৯টা থেকে অলস সময় কাটাচ্ছেন। রয়েছেন পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরাও। কিন্তু ভোটারদের দেখা মিলছে না।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাহাউজ্জামান জানান, ‘সকাল ৯টা থেকে আমরা বসে আছি ভোটারদের অপেক্ষায়। কিন্তু প্রায় দুই ঘণ্টা অর্থাৎ সকাল প্রায় ১১টা পর্যন্ত কোনও ভোটার তাদের ভোট দিতে আসেননি। বানিয়াজুরী, নালী, বালিয়াখোড়া ও সিংজুরী ইউনিয়নের ৫৩ জন ভোটার এই কেন্দ্রে ভোট দেবেন।’

তিনি আরও জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে। ভোট কেন্দ্রের ভেতরে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির বিপুল সংখ্যক সদস্য মোতায়েন আছেন।

উল্লেখ্য, মানিকগঞ্জ  জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য ১৭ জন ও পুরুষ সদস্য ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ১৫টি কেন্দ্রে ৮৮৮ জন ভোটার  তাদের ভোট প্রয়োগ করছেন।
২৮ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে