মঙ্গলবার, ০১ আগস্ট, ২০১৭, ০৯:২০:৩০

মারা গেছেন বিএনপির সাবেক মন্ত্রী মুন্নু

 মারা গেছেন বিএনপির সাবেক মন্ত্রী মুন্নু

মানিকগঞ্জ: বিএনপির সাবেক মন্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনার রশিদ খান মুন্নু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে তিনি নিজ বাসভবন গিলন্ডে বার্ধক্যজনিত রোগে মারা যান। এই বিষয়টি তার মেয়ে আফরোজা খান রিতার ব্যক্তিগত সহকারী রেজাউল করিম রেজা নিশ্চিত করেছেন।

রেজা আরও জানান, মন্নু দীঘদিন যাবৎ শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

এদিকে বিএনপির এই বর্ষীয়ান নেতা মৃত্যুর খবর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মানিকগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের মাঝে বিষাদের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে বিএনপির হয়ে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে অনায়াসে জিতেন। ২০০১ সালে এই আসনের পাশাপাশি মানিকগঞ্জ-৩ (সদর- সাটুরিয়া) আসনেও জিতেন তিনি।  ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে মন্ত্রী করা হলেও সে সময় তাকে কোন দপ্তর দেওয়া হয়নি।

এছাড়া মানিকগঞ্জ বিএনপির সভাপতি ছিলেন মুন্নু। তবে বিএনপির সর্বশেষ কমিটিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

এছাড়া মানিকগঞ্জ বিএনপির সভাপতি ছিলেন মুন্নু। তবে বিএনপির সর্বশেষ কমিটিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে