শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ১২:১৯:১৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যু, প্রশাসনের গাফিলতির অভিযোগ !

 নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যু, প্রশাসনের গাফিলতির অভিযোগ !

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৮ম ব্যাচ এর শিক্ষার্থী শিহাব শ্বাসকষ্ট জনিত কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ সিবিএমসি হাসপাতালে মারা যায়।

শিহাবের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন প্রশাসনের গাফিলতিতেই শিহাবের মৃত্যু হয়েছে। শিহাবের অবস্থার অবনতি হলে শিহাবের বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সের অনুমতি চাইলে যথাসময়ে এ্যাম্বুলেন্স তারা পাইনি।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে হোসাইন ফরহাদ জানিয়েছেন, এ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের জন্য, কিন্তু প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছে না।

অনিক নামে আরেক শিক্ষার্থী বলেছেন, ৩০ মিনিট আগে হাসপাতালে শিহাব কে নিয়ে গেলে হয়তো বাচাতে পারতাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই।

তারেক মাহমুদ রানা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এম্বুলেন্স সার্ভিস নেওয়ার জন্য কেন ছাত্রদের কে হয়রানির স্বীকার হতে হল? কেন একটা তাজা প্রান শিহাবকে অকালে প্রান হারাতে হলো।

ইসিই বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার ক্যাম্পাসে আন্দোলনের ডাক ও দিয়েছেন। তারা জানিয়েছেন তারা প্রশাসনের কাছে জানতে চাইবে কেন যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্স শিহাবকে দেওয়া হল না ।
২১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে