শনিবার, ০৫ মে, ২০১৮, ০৮:১৮:৫৯

‘তুই আমার বিবাহিত স্ত্রী না, আমি তোকে বিয়ে করিনি, পারলে প্রমাণ কর’

‘তুই আমার বিবাহিত স্ত্রী না, আমি তোকে বিয়ে করিনি, পারলে প্রমাণ কর’

ময়মনসিংহ থেকে: ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিচয় গোপন করে ভুয়া নাম ঠিকানা ও জাল ভোটার আইডি কার্ড দিয়ে বিয়ে করার ঘটনায় দায়েরকৃত মামলায় নিজাম উদ্দিন (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গফরগাঁও থানায় বাদীর দায়েরকৃত মামলা সুত্রে জানা যায় গত ৭ মাস পুর্বে উপজেলার রসুল ইউনিয়নের বাসীন্দা শাহাব উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২০) পাশ্ববর্তী বারবাড়িয়া ইউনিয়নের মরহুম ছমির উদ্দিনের মেয়ে মোছাঃ রিনা আক্তারকে (১৯) বিয়ে করে। বিয়ের কাবিন নামায় মোশারফ হোসেন তার নাম উল্লেখ করে সোহাগ মিয়া, পিতা মোফাজ্জল, ইউনিয়ন ও গ্রাম রসুলপুর।

বিয়ের এক মাস পর থেকেই স্বামী মোশারফ হোসেন স্ত্রী রিনা আক্তারকে বাড়ি ছেড়ে চলে যেতে বেধড়ক মারপিট করে আসছে। সর্বশেষ গত একমাস পুর্বে মোশারফ তার স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়ে বলে ‘তুই আমার বিবাহিত স্ত্রী না, আমি তোকে বিয়ে করিনি। পারলে প্রমাণ কর তুই আমার স্ত্রী।’

এ ঘটনায় শুক্রবার রাতে প্রতারনার স্বীকার রীনা আক্তার বাদী হয়ে প্রতারক স্বামী মোশারফ হোসেন, শ্বশুর শাহাব উদ্দিন, চাচা শ্বশুর নিজাম উদ্দিনসহ তিনজনকে আসামী করে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করে।

মামলা দায়েরের দু’ ঘন্টা পর শুক্রবার রাত ১২টার দিকে গফরগাঁও থানার এস আই আহসাস হাবিব, এ এস আই মিজানসহ একদল পুলিশ প্রতারক মোশারফ হোসেনের চাচা রানা মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল আহাদ খান জানান, মোশারফ হোসেন তার পরিচয় গোপন করে নিজের নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ও ভুয়া ভোটার আইডি কার্ড দিয়ে বিয়ে করে মেয়েটির সাথে চরম প্রতারণা করেছে। মোশারফকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমন ভয়ঙ্কর অন্যায়ে সহযোগীতা করার অপরাধে প্রতারকের চাচাকে গ্রেফতার করে আজ শনিবার দুপুরে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে