শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ০৪:৩২:২৩

সন্তানদের বিচার চাইতে থানায় শতবর্ষী মা

সন্তানদের বিচার চাইতে থানায় শতবর্ষী মা

মুন্সিগঞ্জ : শতবর্ষী বৃদ্ধা মা’র সোজা হয়ে দাঁড়াবার শক্তিটুকু নেই।  হাতে লাঠি, সেটিতে ভর করেই চলা তার।  মুখখানা প্রখর তাপদাহে তামাটে রুপ ধারণ করেছে।

বয়সের ছাপ পুরো চেহারাজুড়ে।  মুখের চামড়ায় পড়েছে ভাজ।  খাবার ও আশ্রয়ের জন্য সন্তানদের দ্বারে দ্বারে ঘুরেও জুটেনি।
 
ছেলেদের কাছ থেকে বিতাড়িত হয়ে মেয়েদের দ্বারে দ্বারে ঘুরেও না পেয়ে অবশেষে থানায় হাজির হন বৃদ্ধা নারী রহিমা বেগম।
 
শনিবার দুপুরে টঙ্গীবাড়ী থানায় গিয়ে ডিউটি অফিসার এসআই মামুনের কাছে সব খুলে বলেন তিনি।  কিন্তু এ সমস্যা সমাধানের আইনগত ক্ষমতা নেই থানা পুলিশের।

তাই পরামর্শ দিলেন আদালতের সরণাপন্ন হতে।  আদালত কি বা কোথায় এটা  জানে না শতবর্ষী নারী। অনেকটা নিরাস হয়েই থানা হতে ফিরেন তিনি। কোথায় ফিরবেন, কোথায় যাবেন গন্তব্যও জানা নেই তার।
 
সন্তানদের কাছে গেলে তেড়ে আসে মারতে বলে জানান রহিমা।  টঙ্গীবাড়ী উপজেলার নয়ানন্দ গ্রামের হাসেম বেপারীর স্ত্রী রহিমা বেগমের ৪ ছেলে ৪ মেয়ে।

হাসেম বেপারী খেয়ে পড়ে বাঁচার তাগিদে নিজের সম্পত্তি ৩ পুত্র আবুল বেপারী, মজনু ও ইমানের নামে লিখে দিয়েছেন।  ওই সম্পত্তি লিখে দেয়ায় মেয়েরাও ক্ষিপ্ত হয়ে আশ্রয় দিচ্ছেন না মা রহিমা বেগমকে।
 
মেয়ের বাড়ি আশ্রয় নিতে গেলে মেয়েরা বলেন, সম্পত্তি তোমার ছেলেদের নামে লিখে দিয়েছো তাদের বাসায় যাও।  কোথায় যাবে এখন শতবর্ষী এই বৃদ্ধা?
৩০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে