মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭, ০৬:৪৯:৫৭

নূর হোসেনের বান্ধবী নীলার সায়েম এখন কাউন্সিলর দিনার স্বামী

নূর হোসেনের বান্ধবী নীলার সায়েম এখন কাউন্সিলর দিনার স্বামী

নারায়ণগঞ্জ থেকে : এক সময়ের আলোচিত কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলার স্বামী ছিলেন সায়েম প্রধান। নীলার সাথে ছাড়াছাড়ির পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) নারী ওয়ার্ড কাউন্সিলর আয়েশা আক্তার দিনাকে বিয়ে করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি এক অনাঢ়ম্বর পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ নিয়ে দিনার একাধিক বিয়ের খবর পাওয়া যায়। স্থানীয়সূত্রে জানা গেছে, কাউন্সিলর দিনার প্রথম স্বামীর নাম মিন্টু। তার সঙ্গে দিনার প্রায় এক যুগ সংসার হয়। বিবাহ বিচ্ছেদের পর সেলিম নামের একজনের সঙ্গে বিয়ে হয় দিনার। সেটিও ছাড়াছাড়ি হয়। এরই মধ্যে কয়েকজন বিএনপি নেতার সঙ্গেও দিনার সখ্যতার খবর পাওয়া গেছে।

গত সপ্তাহে দিনার সঙ্গে সায়েম প্রধানের বিয়ে সম্পন্ন হয়েছে। সায়েম প্রধান আলোচিত সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলার স্বামী ছিলেন। নীলা সাত খুনের পর প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অনেক তথ্যও দিয়েছেন এবং নিজেকে নুর হোসেন বৈধ স্ত্রীও দাবী করেন।

এদিকে নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি নূর হোসেনের সাবেক গার্লফ্রেন্ড জান্নাতুল ফেরদৌস নীলা এখন দুইকূলই হারাতে বসেছেন। সাবেক স্বামী সায়েম প্রধানের সঙ্গে তালাক হয়ে গেছে। এর মধ্যে শেষ ভরসা ছিল নূর হোসেন। নূর হোসেনের ফাঁসির রায় হয়েছে গত ১৬ জানুয়ারি।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় নীলা নূর হোসেনের সহযোগিতায় ২০১১ সালের ৩০ অক্টোবর নাসিকের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন। এরপর থেকেই ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে আলোচনায় আসেন তিনি।

সে সময় স্বামী সায়েম প্রধানকে ছেড়ে নূর হোসেনের কব্জায় চলে যান নীলা। স্বাভাবিকভাবেই তারা একসঙ্গে ঘুরে বেরিয়েছেন দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে। তার জের ধরে তাদের সেই সম্পর্কে ফাটল ধরে। এ নিয়ে স্বামী সায়েমের সঙ্গে বিরোধ দেখা দিলে ২০১৩ সালের ২৫ জুন সায়েমের সঙ্গে নীলার তালাক হয়।

২০১৪ সালের ২৬ মে পুলিশের হাতে গ্রেফতার হন নীলা। প্রায় আড়াই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। তখন সায়েম প্রধান জানান, কারাভোগের সময় নীলা তার কাছে আবার ফিরে যাওয়ার আকুতি-মিনতি করলে সন্তানের দিকে তাকিয়ে তিনি মোটা অঙ্কের টাকা খরচ করে নীলাকে জামিনে বের করে আনেন।

কিছুদিন তার সঙ্গে ভালোভাবেই নীলার দিন কাটে। ২০১৪ সালে ঈদুল আজহার ছুটিতে নীলা ও সায়েমসহ পরিবারের লোকজনকে কক্সবাজারে অবকাশ কাটাতে দেখা গেছে। ওই সময়ে নীলার সঙ্গে সায়েমের ঘনিষ্ঠ ছবিও ফেসবুকে আপলোড করেন নীলা।

তবে কিছুদিন আগে সায়েমের সঙ্গে আবারও নীলার বিরোধ দেখা দেয়। এরই জের ধরে ২০১৫ সালের ২৪ আগস্ট স্বামী সায়েমকে মারধর করে এবং ওই দিনই তাকে তালাক দেন নীলা।তখন থেকেই নীলা একাকি জীবনযাপন করছেন। গত ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনে নীলা অংশ নিতে পারেননি।

১৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে