শনিবার, ২৭ মে, ২০১৭, ০৪:৫১:১০

‘শেখ হাসিনা আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করে না’

‘শেখ হাসিনা আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করে না’

নারায়ণগঞ্জ থেকে : হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক সংগঠনগুলোর দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য অপসারণ করা হলেও সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনায় নির্মিত আর কোনো ভাস্কর্য অপসারণ করা হবে না বলে মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

শনিবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে মহাসড়ক সম্প্রসারণ কাজ পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় সারা দেশ থেকে ভাস্কর্য অপসারণে হেফাজতের দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনায় যে ভাস্কর্যগুলো বাংলাদেশে স্থাপিত হয়েছে, এই ভাস্কর্যগুলোর সাথে সুপ্রিম কোর্টের ভাস্কর্যের কোনো সম্পর্ক নেই। '

তিনি আরো বলেন, 'যেগুলো মুক্তিযুদ্ধের চেতনা ও স্মৃতিজড়িত, এগুলো অপসারণ করার কোনো প্রশ্নই ওঠে না। এসব ভাস্কর্য আছে এবং ভবিষ্যতেও সরকারি অনুদানে নির্মিত হবে- এ ব্যাপারে সরকার অনড় ও অটল অবস্থানে আছে। '

তবে সরকার ও প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক নয় বলছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। তিনি বলেন, 'চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার… যার অসীম সাহসের কারণে বিচার কার্য সম্পন্ন হয়েছে- তার অবস্থান নিয়ে কথা বলা যৌক্তিক নয়। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করে না। '

পরিদর্শনের সময় মন্ত্রী আগামী রোজার ঈদকে সামনে রেখে জনভোগান্তি কমাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ ও মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ট্রাকসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় তাঁর সঙ্গে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ছরোয়ার হোসেন, সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শরিফুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

২৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে