মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ০৮:৪৯:৪১

আজরাইলের দায়িত্ব যদি শামীম ওসমান নিয়ে নেয় : রাব্বী

আজরাইলের দায়িত্ব যদি শামীম ওসমান নিয়ে নেয় : রাব্বী

নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেছেন, আজরাইলের দায়িত্ব যদি সাংসদ শামীম ওসমান নিয়ে নেয় তাহলে সেটা হবে ভিন্ন কথা।

সম্প্রতি নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালাতে ধর্মীয় অবমাননার অভিযোগে হেফাজত নেতার মামলায় জামিন পেয়ে স্থানীয় গণমাধ্যমে দেয়া এক মন্তব্য তিনি এ কথা বলেন। এর আগে ৪ জুন রবিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালাতের বিচারক হুমায়ন কবির শুনানী শেষে তাকে প্রদান করা হয়।

তিনি বলেন, ওরা মিথ্যা অভিযোগে একটা মামলা দিয়েছে। মামলাটা আমরা মোকাবেলা করছি আইনগতভাবেই। মামলার বাদী উদ্দেশ্যপ্রণোদিত হয়ে একজনের দ্বারা নির্দেশিত হয়ে অর্থের প্রভাবে এই মামলা করেছেন।

রফিউর রাব্বী বলেন, গোপন বিষয় না এটা প্রকাশ্যে কারো নির্দেশে মামলাটি করানো হয়েছে। হেফাজতের হুমকির বিষয়ে আমি শংকিত নই। ওরা শংকিত বরং আমি শংকিত নই। যা ওদের চেহারা দেখলেই বুঝা যায়।  আমি জানি জন্ম হয়েছে সত্য মৃত্যু হবে সেটাও সত্য।

প্রসঙ্গত ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে