শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭, ০১:৩২:৩৪

ছেলের বিয়েতে শামীম ওসমানের ‘লুঙ্গি ড্যান্স’!

ছেলের বিয়েতে শামীম ওসমানের ‘লুঙ্গি ড্যান্স’!

নিউজ ডেস্ক : জয়ের সেন্স অব হিউমারে থেমে নেই শামীম ওসমানের নাচ। এক মাত্র ছেলে অয়ন ওসমানের বিয়ে অনুষ্ঠান ঘিরে এক অন্যরকম শামীম ওসমানের দেখা পেয়েছেন নারায়ণগঞ্জবাসী।

একমাত্র পুত্র সন্তানের বিয়েতে যারপরনাই আনন্দিত বহুল আলোচিত এ পলিটিশিয়ান। নেচে গেয়ে, হোলি খেলে সেই আনন্দের বহিঃপ্রকাশও ঘটিয়েছেন তিনি।

ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সবুজ প্রকৃতি ঘেরা একটি খোলা মাঠে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। যাদের পরনে সাদা পাঞ্জাবি ও পায়জামা। শামীম ওসমানের হাতে রঙভর্তি একটি বালতি। বিশেষ কাউকে রঙে ভাসিয়ে দিতে তিনি শিকারির মতো ঘুরে ফিরছেন!

কিন্তু শিকার খুঁজে পান না তিনি। একপর্যায়ে বালতি ফেলে মিউজিকের তালে কোমর দুলিয়ে নেচে ওঠেন তিনি। তার দেখাদেখি, খোলা মাঠে রঙমাখা একদল নারী তাকে চ্যালেঞ্জ জানিয়ে নাচতে শুরু করেন।

শামীম ওসমানও কম যান না। তিনি সে চ্যালেঞ্জ গ্রহণ করে ‘লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স’ গানের তালে বেসুমার নেচে চলেন।

রাজকীয় বিয়ের আয়োজন:
নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমানের রাজকীয় বিয়ের খবর এখন নারায়গঞ্জের মানুষের মুখে মুখে। ছেলের বিয়ে উপলক্ষে অনুষ্ঠিত গায়ে হলুদের অনুষ্ঠানে সব গম্ভীরতা ভেঙে শামীম ওসমানকেও দেখা গেছে আনন্দ-উল্লাস করতে। আনন্দ-উল্লাস তো বটেই, নাচানাচি আর আনন্দে মেতে থাকতে দেখা গেছে আলোচিত-সমালোচিত এই নেতাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবক ও ইউটিউবে সাম্প্রতিক বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার বেশ কিছু ভিডিও এবং ছবি প্রকাশ হওয়ার পর এ নিয়ে এখন সর্বত্র আলোচনা চলছে। এককথায় রাজকীয় সব আয়োজনে হচ্ছে এ বিয়ে।

শামীম ওসমানের পুত্রবধূ ইরফানা আহমদ রাস্মী একসময়ের রাজনীতিক ও বিশিষ্টজন খোকা মহিউদ্দিনের নাতনী। তার বাবা ফয়েজ উদ্দিন লাভলু নিজেও ব্যবসায়ী।

শামীম ওসমানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শুক্রবার বরযাত্রার আনুষ্ঠানিকতার দিন ধার্য হয়েছে। তবে ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানা গেছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তাদের আঙটি বদল ও বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। সেখানে জাতীয় সংসদের স্পিকার থেকে শুরু করে সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। এছাড়া নারায়ণগঞ্জের কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন।

সূত্রটি জানায়, রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২ ডিসেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অয়নের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম ওসমানের পরিবার থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অনেকেই। সেখানে আনন্দ-উল্লাস করেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা।

২২ ডিসেম্বর নারায়ণগঞ্জে মহা ধুমধাম করে বৌভাত অনুষ্ঠানের আয়োজন চলছে। বৌভাতে সকল পর্যায়ের নেতাদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছেন শামীম ওসমান নিজেই।

২২ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লায় ওসমানী স্টেডিয়ামের বাইরে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বিশাল আয়োজনে অনুষ্ঠিত হবে বৌভাতের অনুষ্ঠানটি।

আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ইতোমধ্যে তারা দাওয়াত দেওয়া শুরু করেছেন। তাছাড়া শামীম ওসমান নিজেও বিভিন্ন সিনিয়র নেতাদের ফোন করছেন। সরাসরিও যাচ্ছেন দাওয়াত দিতে।

ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের বাসায় গিয়ে দাওয়াত দিয়েছেন। আগামী কয়েক দিন তিনি অপর শীর্ষ নেতাদের বাড়িতেও যাবেন বলে জানা গেছে। শামীম ওসমান চাচ্ছেন তার বিরোধিতা করেন এমন নেতাও যেন দাওয়াত থেকে বাদ না পড়ে। অন্তত বিয়ের দাওয়াতে যেন সবাই উপস্থিত থাকেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি গাজীপুরের ভাওয়াল রিসোর্টে হয়েছে বিয়ে উপলক্ষে উল্লাস ও রঙের হোলি উৎসব। সেখানে শামীম ওসমানসহ পরিবারের সদস্যদের রঙের খেলায় মেতে উঠে নৃত্য করতে দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানান, নিজের একমাত্র ছেলে অয়ন ওসমানের বিয়ের অনুষ্ঠানে সবাইকে একত্রিত করার প্রয়াস নিয়ে রীতিমতো চমক দেখানোর চেষ্টা করছেন এমপি শামীম ওসমান। তিনি চাচ্ছেন, তার ছেলের বিয়েতে যেন আওয়ামী লীগের সকল শ্রেণির নেতারা উপস্থিত থাকেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে