শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪১:২২

বিএনপি, আ.লীগ, জাতীয় পার্টির যে যখন আসেন আমি তার কাজ করে দিই: আইভী

বিএনপি, আ.লীগ, জাতীয় পার্টির যে যখন আসেন আমি তার কাজ করে দিই: আইভী

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার কাছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির যে যখন আসেন আমি তার কাজ করে দিই।

তিনি বলেন, আমি কখনও জিজ্ঞাসা করি না আপনি কোনো দলের রাজনীতি করেন। যদি সিটি কর্পোরেশন এলাকার জনগণের কোনো কাজের ব্যাপারে কিছু বলার থাকে তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। উন্নয়নের স্বার্থে আমি কখনও কারও কথা শুনি না। উন্নয়নের স্বার্থে কারও সঙ্গে আপস করি না।

শনিবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে নাসিক স্টেডিয়াম সোনাকান্দার আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, বাংলাদেশকে আমরা ভালোবাসি। দেশকে উন্নত করতে যা যা প্রয়োজন আমরা তাই করব। আমি বন্দরকে ভালোবাসি তাই প্রীতি অনুষ্ঠানটি এখানে করেছি। এখানে দেখেছি অনেকেই দাবি করেছেন, এটা চাই, সেটা চাই। সারা বছরই তো আপনাদের অভিযোগ শুনি, আজকে আমরা আনন্দ করব। আজকের দিন বিজয়ের দিন, আনন্দের দিন।

মেয়র আইভী বলেন, জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান। এটা বিএনপি, আওয়ামী লীগ, কৃষক, শ্রমিক, জনতার সবার স্লোগান। আর বঙ্গবন্ধু আমাদের পিতা। আমাদের সবাইকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান চেতনায় ধারণ করতে হবে।

আইভী বলেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেদিন তিনি বাঙালিদের আহ্বান করেছিলেন। তারা তার ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়েছেন। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে মধ্যমআয়ের দেশে উন্নত করার চেষ্টায় আছেন। ২০২১ সালের মধ্যেই আমরা মধ্যমআয়ের দেশে উন্নীত হব।

স্থানীয় কাউন্সিলর গোলান নবী মুরাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী (সিইও) এহতেশামুল হক, প্যানেল মেয়র ৩ মিনোয়ারা বেগম, মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ মনোয়ারা, আয়েশা আক্তার দিনা, কাউন্সিলর ইকবাল হোসেন, শাওন অংকন, কবির হোসেন ও হান্নান সরকার প্রমুখ।

নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশন আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন কাউন্সিলরবৃন্দ অংশগ্রহণ করেন। মহিলা কাউন্সিলরদের জন্যও অনুষ্ঠানে বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে