সোমবার, ০৭ মে, ২০১৮, ১১:০০:১২

আইভীর পাশে সেলিম ওসমান

আইভীর পাশে সেলিম ওসমান

নারায়ণগঞ্জ থেকে: আজ দু’জনার দুটি পথ, ওগো দুটি দিকে গেছে বেঁকে। তোমার ও পথ আলোয় ভরানো জানি, আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে… জনপ্রিয় বাংলা সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানের মত করে হকার ইসূতে পথ আধাঁরে ঢাকা থাকলেও সে আধাঁর কাটার সময় বুঝি চলে এল এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হকার ইস্যূকে কেন্দ্র করে শহরে মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও শামীম ওসমান সর্মথকদেরর ক্তক্ষয়ী সংর্ঘর্ষের পরও শহরে হকার বসানোর চিন্তা ভাবনার কথা কয়েকদিন ধরে শোনা যায়। মেয়র আইভী কড়া মনোভাব নিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, শহরের অন্যান্য সড়কে হকার বসতে পারবে। ¯্রফে বঙ্গবন্ধু সড়কে হকার বসতে পারবেনা। বছরের প্রথম মাসের ১৬ তারিখে রক্তক্ষয়ী সংর্ঘর্ষের পর থেকে অনেকটা আধাঁরে ঢেকে গিয়েছিল পথ। হকার ইস্যূকে কেন্দ্র করে যে আঁধারে ঢেকে ছিল পথ সে পথে আলোর ঝলকানি এনে দিল এমপি সেলিম ওসমানের একটি ঘোষনা এমনটাই মনে করেন নগরীর রাজনৈতিক বিশ্লেষকরা। ওসমান পরিবারের অন্যতম প্রভাবশালী এমপি সেলিম ওসমান সেই ধারা থেকে বের হয়ে দু’টি পথকে এক পথে নিয়ে আসার কাজ করছেন।

রবিবার (৬ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় হকার বসা নিয়ে তিনি মেয়র আইভীর সুরে সুর মিলিয়ে বলেছেন, কয়েকশ’ হকারের জন্য নগরবাসীর দূর্ভোগ সহ্য করা হবে না।
সংসদ সদস্য সেলিম ওসমানের কথায় স্পষ্ট ইঙ্গিত মেয়র আইভীর অনুমতি ছাড়া কোনক্রমেই হকার বসতে দেয়া হবেনা।

সভায় আন্দোলনরত হকারদের নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান বলেছেন, সভায় আসার সময় দেখলাম বিরাট বড়ো আন্দোলন চলছে। আন্দোলনকারীরা বলছে, আমরা হকার বসতে দিচ্ছি না। আমাদের মেয়র কিন্তু একটা কথাই বলেছেন, বঙ্গবন্ধু সড়ক বাদ দিয়ে হকার বসতে হবে। পরিষ্কার কথা, বঙ্গবন্ধু সড়কে হকার বসবে না। এই সড়কের ফুটপাতে হকার বসলে মানুষের দুর্ভোগ যে কী পরিমানে বাড়ে তা এই আন্দোলনকারীরা চিন্তা করে না। রমজান মাসে তাদের আয়ের কথা চিন্তা করে আমরা এ নিয়ে বসবো। যদি মনে হয় শুক্রবার ৫টার পরে তাদের বসতে দিলে ক্রেতা বিক্রেতা উভয়ের মঙ্গল, তবে আমরা তা ভেবে দেখবো।

সভায় সেলিম ওসমান আরও বলেন, আমরা মেয়রের সঙ্গে আলাপ করে দেখবো রমজানের ৪টা শুক্রবার ৫ টার পরে বসা যায় কি না। কিন্তু সমস্যা হলো এই হকারদের একবার বসতে দিলে তারা আর উঠতে চায় না। আমরা আগে নগরবাসীর চলাচলের সুবিধা কথা ভেবে আমরা সিদ্ধান্ত নিবো। এখন তারা যত বড়ো আন্দোলনই করুক না কেন, কয়েকশ’ হকারের জন্যে নগরবাসীর দুর্ভোগ সহ্য করা হবেনা।

আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিরাপদ খাদ্য, ভেজাল, দূষন, দ্রব্যমূল্যের উধ্বগতি রোধে সম্পর্কিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হোসনে আরা বাবলি, পুলিশ সুপার মঈনুল হক, সিভিল সার্জনসহ জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা বৃন্দ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে