রবিবার, ২০ মে, ২০১৮, ০৯:৪০:৪৭

দাফনের ৮ মাস পর পুলিশ সদস্য রুবেলের মরদেহ উত্তোলন

দাফনের ৮ মাস পর পুলিশ সদস্য রুবেলের মরদেহ উত্তোলন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে নিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটে পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ সুমনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে দাফনের আট মাস পর রোববার বিকেলে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত রুবেল মাহমুদ সুমন উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের রূপ মিয়ার ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে ওই পুলিশ কনস্টেবলের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এ সময় আড়াইহাজার থানার ওসি এম এ হক, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. খালেদা নাজনীন উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ১ সেপ্টেম্বর ঈদের আগের দিন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালাপাহাড়িয়ায় ক্ষমতাসীন দলের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষে ঈদের ছুটিতে বাড়িতে আসা পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ সুমন নিহত হন। এই ঘটনায় নিহতের বড় ভাই মো. কামাল হোসেন বাদী হয়ে কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম স্বপন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক কালামসহ ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ তদন্ত করছে।

চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বাদী কামাল হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে রোববার রুবেলের মরদেহ উত্তোলন করা হয়। মরদেহ উত্তোলনের সময় বাদী কামাল হোসেন, নিহত রুবেলের বাবা ইউপি সদস্য রুপমিয়াসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে