রবিবার, ১৯ আগস্ট, ২০১৮, ১২:৩৩:৩৩

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে চোখের সামনেই ডুবে গেল ২৯টি গরু

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে চোখের সামনেই ডুবে গেল ২৯টি গরু

নারায়মগঞ্জে বুড়িগঙ্গা নদীতে চোখের সামনেই ডুবে গেল ২৯টি গরু। ২টি লঞ্চের রেষারেষিতে এই সময় ১টি গরুবোঝাই ট্রলার ডুবে যায়। এই সময় গরু বেপারী ৪ জনও নিখোঁজ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টাঙ্গাইল জেলার পাকুল্যা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠ হাটের উদ্দেশে ২৯টি গরু নিয়ে চার গরু বেপারীসহ ৯ জন মাঝি-মাল্লা ট্রলারযোগে আসছিলেন। ট্রলারটি সন্ধ্যা ৭টার দিকে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাটের কাছাকাছি আসে। তখন দুটি যাত্রীবাহী লঞ্চ ঘাটে ভেড়ানোর চেষ্টাকালে যাত্রীবাহী লঞ্চ এম.ভি ধুলিয়া-১ এর সঙ্গে সজোরে ধাক্কা লেগে গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়।

পরে ট্রলারে থাকা ২৯টি গরুর মধ্যে ৫টি উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস ডুবুরি দল নিখোঁজ গরু উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে। এদিকে ট্রলারে থাকা চার বেপারীর মধ্যে তিন জন প্রথম দিকে নিখোঁজ থাকলেও পরে তাদেরকে নদী থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় গরুর বেপারী, ট্রলারের মাঝি-মাল্লাসহ ৪ জন আহত হয়েছেন। তাদেরকে নগরীর খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে