সোমবার, ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৬:৪৫

সিদ্ধিরগঞ্জ ও মুন্সীগঞ্জে মিছিল নিয়ে রাজপথে হেফাজতপন্থীরা

সিদ্ধিরগঞ্জ ও মুন্সীগঞ্জে মিছিল নিয়ে রাজপথে হেফাজতপন্থীরা

নিউজ ডেস্ক: ঢাকার অদূরে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন হেফাজতে ইসলাম অনুসারী তাবলিগ জামাতের সাথীরা। রোববার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।

সিদ্ধিরগঞ্জ থানা ওলামা মাশায়েখ ও তাবলিগ সাথীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষা (বেফাক) বোর্ড সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি বশির উল্যাহর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স ও প্রিয়ম নিবাসের সামনে এসে শেষ হয়। এ সময় বেফাক বোর্ড সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি বশির উল্যাহর সভাপতিত্বে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেফাকের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার জাফরী, যুগ্ম-সম্পাদক মুফতি মাহমুদুল হাসান বেলালী, হেফাজত নেতা মুফতি ইসমাইল হোসনে সিরাজী প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, ইজতেমা ময়দানে আমাদের ওপর সাদপন্থীরা অতর্কিত হামলা চালিয়েছিল। অনতিবিলম্বে সাদপন্থী ওয়াসিফ ও নাছিমগংদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

এদিকে মুন্সীগঞ্জে ইজতেমায় অংশ নেয়াকে কেন্দ্র করে জামাতের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মাদ্রাসার ছাত্র, জনতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুন্সীগঞ্জের সর্বস্তরের মানুষ।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মধুপুর পীর সাহেব আল্লামা আবদুল হামিদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মধুপুর পীর সাহেব আল্লামা আবদুল হামিদ সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন মাওলানা বছির আহম্মেদ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা ইনোস কাসেমী, মুফতি মাহবুবুর রহমান, ওবায়দুল্লাহ কাসেমী, মাওলানা ফয়জুর রহমান, মুফতি দ্বিন মোহাম্মদ প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে