শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭, ০৭:১০:৩৭

একজন মহানায়ক আছেন, যিনি মিছিল-মিটিং করতে দেন না : মওদুদ

একজন মহানায়ক আছেন, যিনি মিছিল-মিটিং করতে দেন না : মওদুদ

নোয়াখালী থেকে : সারা বাংলাদেশে একজন মহানায়ক আছেন, তিনি জেলায় জেলায় গিয়ে গণতন্ত্রের কথা বলেন, অথচ তিনি তার নির্বাচনী এলাকায় বিএনপিকে মিছিল-মিটিং ও কর্মসূচি পালন করতে দেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইন মন্ত্রী মওদুদ আহমেদ।

শুক্রবার তার নির্বাচনী এলাকা নোয়াখালীর বসুরহাট পৌর হলে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির নির্ধারিত স্থান থাকলেও প্রশাসন সেখানে বিএনপিকে সমাবেশ করতে দেয়নি। তারা কর্মসূচি পালন করার অনুমতি দিয়ে পুলিশ দিয়ে পুরো এলাকা ঘিরে রেখেছে।

তিনি সরকারের এ স্বৈরতান্ত্রিক মনোভাবের তীব্র নিন্দা জানিয়ে মওদুদ বলেন, তারা বিরোধীদলের কোনো নেতাকে তার এলাকায় কর্মসূচি পালন করতে দেয় না। কারণ তারা বিরোধীদলের জনপ্রিয়তাকে ভয় পান। তাই বাধ্য হয়ে নেতা-কর্মীদের নিয়ে আমি নিজ বাসভবনে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।

ব্যারিস্টার মওদুদ আহমেদ আরো বলেন, নির্বাচন কমিশন সরকারি দলকে পুনরায় ক্ষমতা আনার জন্য রোডম্যাপ দিয়েছে। তারা নিরপেক্ষ নন। তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই অবিলম্বে তাদের পদত্যাগ করার আহব্বান জানান।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনের আগে এখন থেকে তারা সরকারি অর্থ ব্যায়ে সারা বাংলাদেশে নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যাচ্ছে অথচ আমরা একটি মিটিং, জনসভা, কোনো কর্মসূচি পালন করতে পারতেছি না। সরকারের পুলিশ ও র‌্যাব এসে আমাদেরকে বাঁধা দেয়। বিরোধীদলকে কোথায়ও ভোট চাওয়ার সুযোগ দিবে না।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে