শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ০৭:১৬:১৩

পলাশে ইটের ভাটায় মোবাইল কোর্ট

পলাশে ইটের ভাটায় মোবাইল কোর্ট

তারেক পাঠান, পলাশ প্রতিনিধি: নরসিংদীর  পলাশে  ইটের ভাটায়  মোবাইল কোটে অভিযান চালিয়ে নগদ অর্থ আদায় করা হয়েছে ।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ মোবাইল কোর্ট পরিচালনা করেন। পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা বাজারের কাছাকাছি দুইটি ইটের ভাটায় এ অভিযান চালালে লাইসেন্স ব্যতীত /নিষিদ্ধ জ্বালানী কাঠ ব্যবহারের অপরাধে, ইট পোড়ানো ও ভাটা স্থাপন আইনের ২০১৩ এর ৪/৬/ও ৮/ধারার  আইনে অভিযুক্ত প্রমাণিত হওয়ায় নগদ ২০০০০ হাজার টাকা জরিমানা করা হয় । ইটের ভাটার মালিকের (পক্ষে) প্রতিনিধি মো: শামীম পিতা ওয়াদুদ ফরাজী, সাং: ভিরিন্দা  কে  এ  অর্থ দন্ডে দন্ডিত করা হয় । এবং  একই ইউনিয়নের  গালিমপুর গ্রামের খন্দকার মোফাছের হোসেন (৪৫)  পিতা মৃত গোলাম রব্বানী এর ইটের ভাটায় অভিযান চালালে একই  অপরাধে নগদ ১০০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
এ ব্যপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ,ইটের ভাটার মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষতিকর ধোয়া নি:সরণকারী যানবাহন,আইন বাংলাদেশ পরিবেশ  সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারার ৬(১), ১৫(১), হাইড্রলিক হর্ণ ব্যবহারকারী , ধারার ৬(১), ১৫(১), শব্দ  দূষণ বিধি মালা ২০০৬,   নিষিদ্ধি পলিথিন বা পলি প্রোফাইনের  তৈরি অন্য কোন সামগ্রী প্রদর্শন, মজুদ বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাহার বা বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার বাংলাদেশ পরিবেশ  সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক), ১৫ এর (ক) ৪ (খ)লাইসেন্স ব্যতীত /নিষিদ্ধ জ¦জ্বালানী কাঠ ব্যবহারের অপরাধে, ইট পোড়ানো ও ভাটা স্থাপন, বাংলাদেশ পরিবেশ  , ২০১৩ এর ৪/৬/ও ৮/ধারা । পরিবেশ ছাড়পএ, নবায়ন নেই ১২ (ক), ১৫ (ক) এর ৪ (খ) ধারায় । ও উদ্যান প্রাকৃতিক জলাধার সংরক্ষণের জন্য প্রণীত আইনে  উদ্যান এবং প্রাকৃতি সংরক্ষণ এর জন্য প্রণীত আইন ২০০০ এর ৫ ধারায় আইন গুলো  অমান্য করলে  আইন দন্ডনিয় অপরাধে দন্ডনিয় হবে ।

তিনি আর ও জানান, এর পর থেকে আমি পলাশে যত দিন আছি, যদি কোন ইটের ভাটার মালিক গন এই আইন গুলো অমান্য করেন, আর আমি যদি তা জানতে পারি ,তবে মোবাইল কোর্ট চালিয়ে অপরাধ প্রমাণিত হলে ,এই আইনের সবোর্চ্চ শাস্তি প্রয়োগ করা হবে ।
২৭ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে