বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:১৫:২৪

আপন ৩ ছোট ভাই-বোনকে গলাটিপে হত্যা করলো মেঝো ভাই

আপন ৩ ছোট ভাই-বোনকে গলাটিপে হত্যা করলো মেঝো ভাই

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আপন তিন ছোট ভাই-বোনকে গলাটিপে হত্যা করেছে মেঝো ভাই। এসময় কুপিয়ে আহত করা হয়েছে অপর বড় ভাইকে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত ভাই রুবেল মিয়া (২৩) পালিয়ে যায়। পরে বুধবার সকালে অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহতরা হলো- একই গ্রামের আবুল কালাম মিয়ার কন্যা মার্জিয়া বেগম (৬) মরিয়ম বেগম (৮) ও ছেলে ইয়াছিন (১০)। এঘটনায় নিহতদের বড় ভাই আতিকুর রহমানকে (২৭) আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, রাত সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে অবস্থিত মাদরাসা থেকে বড় ভাই মাদরাসার আবাসিক শিক্ষক আতিকুর রহমানকে মায়ের অসুস্থতার কথা বলে ডাকে ছোট ভাই রুবেল মিয়া। বাড়ি আসার সময় হঠাৎ করে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আতিকুর রহমানকে কোপাতে থাকে রুবেল। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে রুবেল পালিয়ে যায়।

এলাকাবাসী আহত আতিককে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে গেলে বাড়ি অন্ধকারাচ্ছন্ন দেখতে পান। পরে আলো জ্বালিয়ে বাড়ির দুটি ঘরে গিয়ে পাওয়া যায় দুই বোন ও এক ভাইয়ের মরদেহ। এসময় আতিকুরের মা বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। বাবা আবুল কালাম ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন।

রাতেই স্থানীয়রা আহত  আতিককে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিন ভাইবোনকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতদের প্রতিবেশী সম্পর্কে চাচা নাজমুল হাসান বলেন, অভিযুক্ত রুবেল মানসিকভাবেও সুস্থ, তাদের মধ্যে পারিবারিক কোন বিরোধ ছিল না। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বুঝতে পারছি না।

অপর প্রতিবেশী সোহেল বলেন, ঘটনার পর অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করা হয়েছে। পরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আলম বলেন, খবর পেয়ে আমরা ময়নাতদন্তের জন্য তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশু তিনজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তবে ঠিক কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। অভিযুক্ত রুবেলকে জনতার সহায়তায় আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
২২ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে