সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৪৩:৪৮

পলাশে ৩৯টি পূজা মন্ডপে অনুদান বিতরণ

পলাশে ৩৯টি পূজা মন্ডপে অনুদান বিতরণ

তারেক পাঠান, নরসিংদীর প্রতিনিধি: পলাশ উপজেলায় ৩৯টি পূজা মন্ডপে সরকারি বরাদ্দ ও স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদান বিতরণ করেন।

 

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান, পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক অসিত নন্দি, ইউপি চেয়ারম্যান সাবেরুল হাই, কামরুল ইসলাম গাজী, মোফাজ্জল হোসেন রতন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, জেলা আওয়ামীলীগ নেতা মাহফুজুল হক টিপু প্রমূখ।

প্রধান অতিথি পলাশ উপজেলার ৩৯টি পূজা মন্দিরের জন্য সরকারি বরাদ্দ ১৪ হাজার এবং এমপির ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার করে অনুদানের টাকা বিতরণ করেন। এর আগে প্রধান অতিথি পলাশ উপজেলার ৩১ জন গ্রাম পুলিশের মাঝে উপজেলা রাজস্ব তহবিল থেকে প্রত্যেককে একটি করে বাইসাইকেল বিতরণ করেন।
এমটিনিউজ২৪/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে