শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৩১:৩০

পলাশে ২২ দিন নিষিদ্ধ: আইন অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড

পলাশে ২২ দিন নিষিদ্ধ: আইন অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড

মো: তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি : প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণে আগামী ১ অষ্টোবর থেকে ২২ অষ্টোবর পর্যন্ত এই মাছ ধরা, পরিবহন,মজুদ, বাজারজাতকরণ, ও ক্রয়-বিক্রী  নিষিদ্ধ করেছে সরকার ।এরই ধারাবাহিকতায় উল্লেখিত দিনে পলাশের হাটবাজারে ইলিশ আহরণ,পরিবহণ,মজুদ,বাজারজাতকরণ সহ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে ।

গত মঙ্গলবার মৎস্য ও প্রাণীসম্পদ অধিদপ্তর এক আদেশে জানায়,২২ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রী নিষিদ্ধ করা হয়েছে । আদেশে বলা হয়েছে, প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস অ্যান্ড  ১৯৫০ অনুযায়ী এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১ থেকে ২২ অষ্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ সহ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে ।

এ ব্যপারে জানতে চাইলে পলাশ উপজেলার মৎস্য অফিসার রুবানা ফেরদৌসী সাংবাদিকদের জানান , উপজেলা মৎস্য অধিদপ্তরের অর্থায়নে জনসাধারণের কথা চিন্তা করে,আসুন আমরা সবাই মৎস্য আইন মেনে চলি এই মূল্যবান জাতীয় সম্পদ রক্ষায় সচেতন হই সোগ্নান কে সামনে রেখে,পলাশ উপজেলার বিভিন্ন হাট-বাজারে  ইতিমধ্যে মাইকিং, রিপলেট বিলি,সহ স্থানীয় পএিকায় ১লা অষ্টোবর ২০১৭ইং হইতে ২২ শে অষ্টোবর/২০১৭ইং বাংলা ১৬ই আর্শ্বিন হইতে ০৭ কার্তিক ১৪২৩-১৪২৪ বঙ্গাব্দ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখুন, সরকারের আদেশ এর কথা তুলে ধরা হয়েছে । তবে আগে প্রজনন মৌসুমে ১৫ দিন ইলিশ মাছ ধরা বন্ধ রাখা হলে ও গত বছর থেকে এই সময় সাত দিন বাড়িয়ে ২২ দিন করা হয়েছে ।

তিনি আর ও জানান, ১ থেকে ২২ অষ্টোবর পর্যন্ত ২২ দিন পলাশ উপজেলার বিভিন্ন হাট-বাজারে আমাদের টিম কাজ করবে । তারপরে ও যদি পলাশ উপজেলায় কোন মৎস্য জেলে সরকারের এই আইন অমান্য করে  ইলিশ মাছ আহরণ ও বিক্রী করে, তাহলে তাদেরকে আইনের আওতায় এনে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দন্ডে দন্ডিত করা হতে পারে।
এমটি নিউজ/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে