সোমবার, ০৯ অক্টোবর, ২০১৭, ০৮:৪০:২৪

বজ্রপাত থেকে রক্ষা পেতে ৫ কিলোমিটার রাস্তা জুড়ে তালের বিজ রোপন

বজ্রপাত থেকে রক্ষা পেতে ৫ কিলোমিটার রাস্তা জুড়ে তালের বিজ রোপন

তারেক পাঠান পলাশ প্রতিনিধি: ইংরেজ শাসন আমলে তাদের শাসিত রাজ্যর ভিতর ভূমি জরিপ করে নির্দিষ্ট সিমানা নির্ধারণ করে প্রাকৃতিক বিপয্যয় বজ্রপাত নিরোধক বস্তু দিয়ে ছোট ছোট প্লার নির্মাণ করে প্রতিটি সিমানা প্রতিস্থাপন করেন। যাতে করে বজ্রপাতে মানুষের অকালে মৃত্যু বরণ করতে না হয়।

কিন্তু সম্প্রতি কালে একটি চক্র এই প্লারগুলো উত্তলন করে পাচার করে বিক্রি করে ফেলার কারণে বাংলাদেশে বর্তমান সময়ে বজ্রপাতে অনেক মানুষ অকালে মৃত্যু বরণ করছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে গবেষকরা জানিয়েছেন, তাল বৃক্ষ বজ্রপাত থেকে রক্ষা করতে পারে। তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত নিরোধক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে তালের বিজ রোপনের উপর গুরুত্ব দিয়ে দেশব্যাপী কাজ শুরু করেছেন।

সারাদেশ ব্যাপী ইউনিয়ন পর্যায়ে এ প্রকল্পের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য গ্রাম্য পুলিশরা তালের বিজ সংগ্রহ করে সড়ক ও মহাসড়কের পাশ দিয়ে রোপনের কাজ শুরু করেছে। তারই অংশ হিসাবে নরসিংদীর পলাশ উপজেলায় তিন হাজার তালের বিজ রোপন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকা থেকে রাবান সড়কের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে তালের বিজগুলো রোপন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজিত এই বিজ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পি, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম প্রমুখ।
এমটি নিউজ/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে